- Home
- Entertainment
- Bollywood
- আচমকাই জ্ঞান হারিয়েছিলেন করিনা, প্রেগন্যান্সির ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন বলিউডের 'বেবো'
আচমকাই জ্ঞান হারিয়েছিলেন করিনা, প্রেগন্যান্সির ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন বলিউডের 'বেবো'
- FB
- TW
- Linkdin
গতে বাঁধা ছক ভেঙে তিনি বাঁচেন নিজের শর্তে। কেরিয়ার-ব্যক্তিগত জীবন সব মিলিয়েই পেজ-থ্রির শিরোনামে থাকেন বলিউডের নবাব পত্নী করিনা কাপুর খান।
নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন একাধিক স্টিরিওটাইপ ভেঙেছেন করিনা কাপুর খান। কেরিয়ারের মধ্যগগনে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন প্রেগন্যান্সি কখনওই সাফল্যের পথে বাঁধা নয়।
৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে করিনার লেখা বই প্রেগন্যান্সি বাইবেল। আর সেটাকেই নিজের সন্তান বলেছেন নায়িকা।
৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে করিনার লেখা বই প্রেগন্যান্সি বাইবেল। আর সেটাকেই নিজের সন্তান বলেছেন নায়িকা।
মাতৃত্ব লাভের আনন্দের অনুভূতি শুধু নয়, সমস্যার কথাও তুলে ধরেছেন করিনা কাপুর খান।অন্তঃসত্ত্বা চলাকালীন লাল সিং চাড্ডার শুটিং করেছেন করিনা কাপুর খান।
করিনা জানিয়েছেন, গর্ভাবস্থায় শুটিং করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী।
গর্ভাবস্থার শুরুতে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করতেন করিনা। এমনকী বাইরে বেরোলেও তেমনটাই করতেন অভিনেত্রী। ওজন বেড়ে যাওয়া থেকে শরীরের নানান সমস্যার কথা তুলে ধরেছেন করিনা।
এবার প্রেগন্যান্সি বাইবেল লিখে বড়সড় বিপাকে পড়লেন করিনা কাপুর খান। মাতৃত্বের সফরকে কলমবন্দি করতেই নানা বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।
খ্রিস্টান ধর্মীয় সংগঠনের পক্ষ থেকেই এই বইয়ের নাম নিয়ে আপত্তি জানানো হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই পুলিশেও দায়ের হয়েছে অভিযোগ।
সংবাদমাধ্যম সূত্রের খবর,মহারাষ্ট্রে করিনা ও আরও দুজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো গুরুতর অভিযোগ উঠেছে।