- Home
- Entertainment
- Bollywood
- দ্বিতীয় সন্তান নেওয়ার কথা ভাবছেন করিনা, কী জানালেন ফ্যামিলি প্ল্যানিং নিয়ে
দ্বিতীয় সন্তান নেওয়ার কথা ভাবছেন করিনা, কী জানালেন ফ্যামিলি প্ল্যানিং নিয়ে
- FB
- TW
- Linkdin
প্রেম থেকে বিয়ে, একাধিক বাধা পেরিয়ে সইফের গলায় মালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন করিনা কাপুর। অনেকই তাঁকে বলেছিলেন এতে কেরিয়ার নষ্ট হতে পারে।
তবে কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালন্স করে দেখিয়ে দিয়েছেন তিনি এই বিষয় কতটা নিপুন। সংসারের প্রতি যতটা দায়, ভক্তদের প্রতিও ঠিক ততটাই দায়িত্ব পালন করে চলেছেন এই জুটি।
বিয়ের বেশ কয়েকবছর পর পুত্র সন্তানের মা হয়েছিলেন করিনা কাপুর। তৈমুর আলি খান, জন্মের পর থেকে এই নবাব পুত্র সকলের নজরের কেন্দ্রে।
বর্তমানে সে বেশ বড়। নিজেই পোজ দিয়ে ছবি তোলা থেকে শুরু করে স্পটলাইটে থাকা, কোনও কিছুতেই আজ আর তার অস্বস্তি নেই।
তবে কী এবার করিনা কাপুর দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন! তা খোলসা হল গুড নিউজ ছবির প্রমোশনে আসার সময়। তখনই এমন প্রশ্নের সন্মুখীন হয়েছিলেন বেবো।
তিনি জানালেন, তাঁদের এখনও পর্যন্ত কোনও পরিকল্পনাই নেই। কারণ তাঁদোর হাতে সময় বেশ খানিকটা কম থাকে। কাজ নিয়ে বেজায় ব্যস্ত।
তৈমুরকেই সঠিকভাবে সময় দেওয়া হয় না। তাই দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন না তাঁরা। ফলে তৈমুরকে নিয়েই ব্যস্ত জুটি।
যদিও সইফ আলি খানের তিন সন্তান। তাই নতুন করে সন্তান নেওয়ার কথা ভাবতে নারাজ তিনিও। যদি পরবর্তীতে সিদ্ধান্ত বদল হয় তবে অভনেত্রী নিজেই জানিয়ে দেবেন সকলকে, বলে জানান।