- Home
- Entertainment
- Bollywood
- করিনার কোলে এল ফুটফুটে সন্তান, ছোট্ট একরত্তিকে নিয়ে আদুরে ছবি পোস্ট নবাব পুত্রবধূর
করিনার কোলে এল ফুটফুটে সন্তান, ছোট্ট একরত্তিকে নিয়ে আদুরে ছবি পোস্ট নবাব পুত্রবধূর
তবে কি মা হলেন করিনা কাপুর। সোশ্যাল মিডিয়ায় আনাচে-কানাচে রাতারাতি ভাইরাল এই খবর। কারণটা করিনা নিজেই জানিয়েছেন। ছোট্ট একরত্তিকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন করিনা কাপুর। যা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের নজরে। তবে কে এই খুদে, এই নিয়ে উত্তাল সাইবারবাসী।
| Published : Dec 24 2020, 09:15 AM IST
- FB
- TW
- Linkdin
সদ্যই হিমাচল প্রদেশে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন করিনা। ইদানিং বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করিনা কাপুর। প্রতিনিয়তই কিছু না কিছু শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে।
৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর। তবে কি এর মধ্যেই মা হলেন। সোশ্যাল মিডিয়ার অন্দরে এই প্রশ্নই এখন হট ভাইরাল।
ছোট্ট একরত্তিকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন করিনা কাপুর। যা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের নজরে।
তবে কে এই খুদে, এই প্রশ্নই এখন নেটিজেনদের মুখে মুখে। ছবির ক্যাপশনে একরত্তিকে হ্যান্ডসাম বলে উল্লেখ করেছেন মম টু বি।
কে এই একরত্তি। কেউ যদি এই ছোট্ট খুদের নাম জেনে থাকে তাহলে যেন নাম প্রকাশ করে। তা নিজেই জানতে চেয়েছেন করিনা।
করিনার ফ্যানেরা অনেকেই তৈমুরের নাম প্রকাশ করতে শুরু করে। ভাইরাল ছবি ঘিরে সকলের মনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
তবে ছোটে নবাব পুত্রর তৈমুরের ছবি শেয়ার করেই অনুরাগীদের চাপে ফেলে দিয়েছেন অভিনেত্রী। একনজের অনেকেই ভেবেছিলেন তিনি দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন।
অন্তঃসত্ত্বা অবস্থায় করিনার খুব যত্ন নিচ্ছেন সইফ। এমনকী শুটিং চলাকালীনও করিনার সঙ্গে দেখা গেছে সইফকে। পুরো সময়টাই করিনার পাশে রয়েছেন সইফ।
গর্ভাবস্থাকালীনও তার গ্ল্যামার কমেনি বরং বেড়েছে। তৈমুরের সময়েও করিনার ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়া ছিল, এবারও তেমনটাই হতে চলেছে। স্টাইলিশই শুধু নয়, নিজের গ্ল্যামার ধরে রাখতেও তিনি যে যথেষ্ঠ সচেতন,তা ছবিতেই স্পষ্ট।
প্রেগনেন্সিতেও ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার। সকলেই তার রূপে মুগ্ধ। বলিউডের গ্ল্যামার আইকন করিনা কাপুরের নজরকাড়া 'বেবিবাম্প ফ্লন্ট' মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।