- Home
- Entertainment
- Bollywood
- এই সস্তার জিনিস দিয়েই কি গ্ল্যামার ধরে রেখেছেন ঐশ্বর্য থেকে করিনারা, ফাঁস 'বিউটি সিক্রেট'
এই সস্তার জিনিস দিয়েই কি গ্ল্যামার ধরে রেখেছেন ঐশ্বর্য থেকে করিনারা, ফাঁস 'বিউটি সিক্রেট'
- FB
- TW
- Linkdin
ঐশ্বর্য রাই বচ্চন গ্ল্যামার ধরে রাখতে ত্বকে প্রাকৃতিক জিনিস ব্যবহার করেন। ময়দা থেকে শুরু করে মধু, দই প্যাক হিসেবে লাগান। সপ্তাহে একদিন চুলে তেল লাগান, এবং মুখে শসার প্যাক লাগান।
আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর। প্রেগনেন্সি আউটফিটে স্টাইল আইকনের জুরি মেলা ভার। অন্তঃসত্ত্বা থাকাকালীন বলি ডিভার গ্ল্যামার যেন আরও দ্বিগুন বেড়ে যায়। নো মেক আপ লুকেই বেশিরভাগ থাকতে পছন্দ করেন করিনা। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে মধু দিয়ে ম্যাসাজ করেন করিনা।
কিছুদিন আগেই সুখবর জানিয়েছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মাও । গর্ভবতী অবস্থাতে তিনি ত্বকের যত্ন নিচ্ছেন। ঘরোয়া তৈরি ফেসপ্যাকই তার গ্ল্যামারের সিক্রেট।
দীপিকা পাড়ুকোন ত্বককে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল খান এবং জাঙ্ক ফুড থেকে দূরে থাকেন। নিয়ম করে প্রতিদিন ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করেন।
প্রিয়ঙ্কা চোপড়া নিজের ত্বককে উজ্জ্বল রাখতে সারাদিন প্রচুর পরিমাণে জল খান। প্রিয়ঙ্কার সৌন্দর্যের সিক্রেটই হল হলুদ ও দইয়ের ফেসপ্যাক।
ক্যাটরিনা কাইফ মেক আপ লাগাতে একদম পছন্দ করেন না। শুটিং ছাড়া তিনি কেবল সানস্ক্রিন লোশন ও লিপ বাম ব্যবহার করেন। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে প্রয়োজনীয় তেল ব্যবহার করেন।
আলিয়া ভাটের বিউটি সিক্রেট হল মুলতানি মাটি। মুলতানি মাটির ফেসপ্যাক ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণ করে যা ত্বককে ব্রণ, পিম্পল থেকে রক্ষা করে।
শিল্পা শেট্টি সাবান ব্যবহার করেন না। মেক আপ তুলতে বেবি অয়েল ব্যবহার করেন। সকালে খালি পেটে অ্যালোভেরার জুস খান, এবং সারাদিন মাঝেমধ্যেই উষ্ণ গরম জল খান শিল্পা।
সোনাক্ষি সিনহা বরফ দিয়ে মুখ ম্যাসাজ করে , যাতে তার ত্বকের বন্ধ লোপকূপগুলি খুলে যায়।