- Home
- Entertainment
- Bollywood
- অবশেষে দুয়ে এক, তবে বিয়েতেই কোন ঝড়ের মুখে রাধিকা-কর্ণ, উত্তর মিলবে মহা পরিণয় পর্ব
অবশেষে দুয়ে এক, তবে বিয়েতেই কোন ঝড়ের মুখে রাধিকা-কর্ণ, উত্তর মিলবে মহা পরিণয় পর্ব
- FB
- TW
- Linkdin
রিয়েল লাইফেও কী জুটি বাঁধতে চলেছে এই জুটি। এমনই একাধিক প্রশ্ন ধেয়ে এসেছে এই রাঝিকা ও কর্ণর কাছে। তবে এখনই নয়, মাত্র কয়েকমাসের আলাপ বলে তা এড়িয়ে যায় রাধিকা। তাই বর্তমানে এই জুটি 'কি করে বলবো তোমায়' সেটেই দর্শকদের নজর কাড়ছেন।
প্রতিটা পর্বেই টানটান উত্তেজনা, রাধিকার মনের বাস্তবের ছবিটা ঠিক কী তা বার করে নিয়ে আসা ভক্তদের পক্ষে সম্ভবপর হয়নি। কিন্তু রিল লাইফে সেই স্বপ্নপূরণের পথে। 'কি করে বলবো তোমায়' সেটে এবার বিয়ের আসর।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছে 'কি করে বলবো তোমায়' ধারাবাহিকের রাধিকা ও কর্ণ। দীর্ঘ দিনের তাঁদের কানামাছি খেলার মত সম্পর্ক।
ভালোবাসা রয়েছে ভরপুর, তবুও যেন পরিস্থিতি সঙ্গে নেই। এমনই ভাবে পর্বের পর পর্ব এগোতে থাকে,দূরত্ববাড়ে বই তা কমে না। তবে এবার নয়া মোড় ধারাবাহিকে।
বিয়ে করছেন কর্ণ, রাধিকাও রাজি। এতদিনে তা সকলের কাছেই স্পষ্ট। ফলে ধারাবাহিকের টিআরপিও হিট।
দর্শকদের ড্রইং রুমে এখন যেন সাজো সাজো রব, সন্ধে হলেই টিভির পর্দায় বিয়ের প্রস্তুতি। কিন্তু এতেই কী মিলবে সুখ!
নাকি জীবনের আরও এক নয়া মোড়ে এসে দাঁড়িয়েছে এই সম্পর্ক, আবার একাধিক পরীক্ষা দিয়ে করতে হবে পাশ!
কোন দিকে ঘুরবে গল্পের মোড় তা বলা দায়। তবে নতুন ঝড়ের মুখে যে পড়তে চলেছে এই ধারাবাহিকের দুই চরিত্র তা নিশ্চিত।
তবে কী সেই বিপদ, তা জানতে চোখ রাখতে হবে কি করে বলবো তোমায় "মহা পরিণয় পর্ব"-তে, ২১ ও ২২ আগস্ট, ঠিক রাত ৯.৩০, জি বাংলাতে।