- Home
- Entertainment
- Bollywood
- জ্যাকলিনের একটি ছোট পার্সের দামে একটি গাড়ি কিনতে পারবেন, জানেন ঠিক কত টাকার ব্যাগ এটা
জ্যাকলিনের একটি ছোট পার্সের দামে একটি গাড়ি কিনতে পারবেন, জানেন ঠিক কত টাকার ব্যাগ এটা
| Published : Apr 27 2021, 11:32 AM IST
জ্যাকলিনের একটি ছোট পার্সের দামে একটি গাড়ি কিনতে পারবেন, জানেন ঠিক কত টাকার ব্যাগ এটা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
জ্যাকলিন, যাঁর ফ্যাশন স্টেটমেন্টই এক কথায় ঝড় তোলে নেট মহলে। সেই সেলেব কুইনের ব্যাগ এবার ফোকাসে।
27
তাঁর পোশাক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট, সবই এক কথায় বলতে গেলে পার্ফেক্ট।
37
এখনও পর্যন্ত কোনও তারকাকেই মন দেননি জ্যাকলিন। কেবল তাঁর কেরিয়ারেই ফোকাস করে রেয়ছেন এই হট ডিভা।
47
এই পরিস্থিতিতে নিজেকে নতুন করে গুছিয়ে আবারও সকলের নজর কাড়তে মরিয়া জ্যাকলিন।
57
তবে একি, ফ্যাশন আইকুনের হাতে ব্যাগ দেখা মাত্রই সকলের চক্ষু চড়কগাছ।
67
কত টাকার ব্যাগ নিয়ে পোজ দিচ্ছেন জ্যাকলিন! এই ব্যাগের দাম ৮ হাজার ডলার।
77
যা ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ টাকা। ব্যাগের সাইজ এতটাই ছোট যে এতে একটাকার্ড, লিপস্টিক বা কিছু চাবি থাকতে পারে।