- Home
- Entertainment
- Bollywood
- 'রামায়ণ'র লক্ষণ ওরফে সুনীল লাহরির ছেলে এখন ইন্টারনেট ক্রাশ, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তুঙ্গে
'রামায়ণ'র লক্ষণ ওরফে সুনীল লাহরির ছেলে এখন ইন্টারনেট ক্রাশ, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তুঙ্গে
- FB
- TW
- Linkdin
রামায়ণের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীই অত্যন্ত জনপ্রিয়। অরুন গোভিলের মত জনপ্রিয়তায় না পৌঁছলেও সুনীল লাহরিও বেশ ভালই জনপ্রিয় হয়েছিলেন।
তবে এই মুহূর্তে বাবার থেকেও বেশি ছেলের জনপ্রিয়তা তুঙ্গে। সুনীল লাহরি রামায়ণে লক্ষণের ভূমিকায় অভিনয় করেছিলেন।
কৃষ পেশায় একজন মডেল। তবে যে সে মডেল নন। রীতিমত গুডলিং এবং ড্যাশিং কৃষ।
তাঁকে দেখে ইতিমধ্যেই মহিলা নেটিজেনরা উত্তেজিত হয়ে পড়েছে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়াড়ের সংখ্যা বেড়ে চলেছে ক্রমশ।
যে সকল নেটিজেনরা কখনই রামায়ণ দেখেনি তারাও অদ্ভুতভাবে রামায়ণের প্রতি উৎসাহ নেওয়া শুরু করেছে।
কৃষ বিনোদন জগতে এখনও তেমন পরিচিতি বানাতে পারেননি তাই তাঁর বাবার নাম ধরেই এগিয়ে যেতে হচ্ছে তাঁকে।
কৃষ আপাতত ছোটখাটো বিজ্ঞাপন এবং মডেলিং করেছেন। অভিনয় জগতে তাঁকে দেখা যাবে কি না সেই নিয়ে প্রশ্ন তুলছে ভক্তরা।
আজ্ঞে হ্যাঁ। এরই মধ্যে কৃষের বেশ বিপুল পরিমাণে ফ্যান ফলোয়িং বেড়ে গিয়েছে।
তাঁর প্রেমিকা আছে কিনা সেই নিয়েও শুরু হয়ে গিয়েছে সাইবার স্টকিং। ব্যক্তিগত জীবন নিয়ে সমস্ত তথ্য পেতে আগ্রহী মহিলা-ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবিগুলো দেখলে যেকনোও জেন ওয়াইয়ের মেয়েরই ক্রাশ খাওয়ার অবস্থা হয়ে পড়ছে। তাঁক সোশ্যাল মিডিয়া ক্রাশ হিসেবেও ঘোষণা করে দিয়েছে নেটিজেনরা।