- Home
- Entertainment
- Bollywood
- কেউ জন্মায়নি, কারুর বয়স মাত্র দু-বছর, অক্ষয়ের ডেবিউটের সময় তাঁর অভিনেত্রীদের বয়স শুনে চোখ কপালে
কেউ জন্মায়নি, কারুর বয়স মাত্র দু-বছর, অক্ষয়ের ডেবিউটের সময় তাঁর অভিনেত্রীদের বয়স শুনে চোখ কপালে
- FB
- TW
- Linkdin
সারা আলি খান- আত্রঙি ছবিতে তাঁদেরকে একসঙ্গে দেখা যাবে। সারার এর জন্ম হয় অক্ষয় ডেবিউ করার চার বছর পর।
কিয়ারা আডবানি- অক্ষয় কুমার দুটি ছবি করেছেন তার সঙ্গে। অক্ষয় যখন বলিউডে ভিউ করেছিলেন তখন কিয়ারার জন্মই হয়নি।
বাণী কাপুর- বেল বাটন ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। অক্ষয় যখন বলিউডে পা রাখেন তখন বাণীর বয়স ছিল তিন বছর।
কৃতি সানন- হাউসফুল খ্যাত এই অভিনেত্রী অক্ষয়ের ডেবিউ করার সময় বয়স ছিল মাত্র এক বছর। আগামী ছবি বচ্চন পান্ডেতে তাদের একসাথে দেখা যাবে।
মৌনি রয়- গোল্ড ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। অক্ষয় বলিউডে পা রাখার সময় মৌনির বয়স ছিল 6 বছর।
সোনাক্ষী সিনহা- রাওডি রাঠোর মিশন মঙ্গল, বস জোকার হলিডে একাধিক ছবিতে দেখা গেছে এদের। সোনাক্ষী মাত্র তিন বছরের ছিল যখন আক্ষয় প্রথম ছবি করেন।
ইলিয়ানা ডি ক্রুজ- রুস্তম ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাদের। ইলিয়েনা ছিলেন মাত্র 5 বছরের, যখন অক্ষয় বলিউডে আসেন।
ভূমি পেডনেকার- টয়লেট ছবিতে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। মাত্র দু বছর বয়স ছিল ভূমির যখন অক্ষয় বলিউডে আসেন।
রাধিকা আপ্তে- রাধিকার বয়স ছিল মাত্র 6 বছর। প্যাডম্যান ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাদের।
জ্যাকলিন ফার্নান্দেজ- হাউসফুল ব্রাদার ছবিতে দেখা যায় এই জুটিকে। মাত্র পাঁচ বছর ছিলেন তিনি যখন অক্ষয় বলিউডে আসেন।