শেষমুহূর্তে ঋষিকে কীভাবে বিদায় জানালেন প্রিয়জনেরা, দেখে নিন ছবিতে
- FB
- TW
- Linkdin
মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল থেকে চন্দনওয়াড়ি শশ্মানে অভিনেতার ঋষির শেষকৃত্য সম্পন্ন হল। পুলিশের সাহায্যে সামান্য ফুলের সাজের সেজে উঠেছে অ্যাম্বুলেস।
অন্তিম সৎকার্যের আগে গাড়ি করে চন্দনওয়াড়ি শশ্মানে পৌঁছাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট।
সইফ আলি খান ও করিনা কাপুর খানও হাসপাতাল থেকে ঋষি কাপুরের শেষ যাত্রায় যাচ্ছেন।
আরমান জৈনও তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে মামার অন্তিম যাত্রায় পৌঁছেছেন।
শেষবারের মতো ফুলের মালা দিয়ে ঋষি কাপুরের শ্রদ্ধা জানাচ্ছেন কাপুর পরিবারের সকলে এবং ঘনিষ্ঠ লোকজনেরা।
শেষ দেখা ঋষিকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী নীতু সিং কাপুর। পাশে রয়েছেন হবু বউমা আলিয়া ভাট। হবু শ্বশুরের মৃত্যুতেও আলিয়াও কান্নায় ভেঙে পড়েছেন।আলিয়া ভাটকে শেষবারের মতো হবু শ্বশুরের ছবি তুলতে দেখা গেছে।
বাবা ফিরে আসবে আর কোনওদিন। শেষবার বাবাকে প্রাণভরে দেখছেন অভিনেতা রণবীর কাপুর।
কাকু ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে চন্দনওয়াড়ি শশ্মানে রয়েছেন করিনা কাপুর এবং সইফ আলি খান
শশী কাপুরের ছেলে কুনাল কাপুরও ঋষির সর্বশেষ সফরে অংশ নিয়েছিলেন।
অভিষেক বচ্চনও আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন চন্দনওয়াড়ি শশ্মানে। লেজেন্ডকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জুনিয়র বচ্চন।