- Home
- Entertainment
- Bollywood
- সঞ্জয় দত্তের স্ত্রী-র মর্যাদা পেতে নিজেকে যৌনকর্মীর সঙ্গেও তুলনা করেছিলেন মান্যতা, জানুন সেই কাহিনি
সঞ্জয় দত্তের স্ত্রী-র মর্যাদা পেতে নিজেকে যৌনকর্মীর সঙ্গেও তুলনা করেছিলেন মান্যতা, জানুন সেই কাহিনি
- FB
- TW
- Linkdin
এগারো বছর আগে এক সাক্ষাতকারে মান্যতা এমন বিভিন্ন দাবি করেন যেখানে তিনি সঞ্জয়ের দুই বোনকে দোষারোপ করেছেন।
আজ হয়তো নম্রতা এবং প্রিয়াকে, মান্যতার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। তবে এমন অবস্থা প্রথমদিকে ছিল না।
মান্যতাকে বিয়ের পর পরই অপদস্ত করত তাঁরা বলে জানিয়েছিলেন তিনি।
তিনি বলেন, "আমার স্বামীর জীবনের প্রতি কিছু অন্তত অধিকার আছে। একজন যৌনকর্মী হোক বা রাজকুমারী অথবা একজন স্ত্রী, প্রত্যেকেরই একটা আলাদা অধিকার থাকে।"
এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল বিনোদন জগতে। যৌনকর্মীর সঙ্গে নিজের তুলনা করেছিলেন মান্যতা।
বোনেরা নাকি তাঁকে এ বলেও দোষারোপ করেছিল যে, সঞ্জয়ের জীবনে নাকি অধিকার জমাতে এসেছেন মান্যতা।
যদিও এই তিক্ততা কাটতে লেগেছে বহু বছর। এখন তাঁদের মধ্যে সবকিছু স্বাভাবিক।
তবুও মান্যতা নিজের মন থেকে সেই অপমান আজও মুছে ফেলতে পারেননি।
জনসমক্ষে, বহু পার্টিতে, ঘরোয়া অনুষ্ঠানে মান্যতাকে অবমাননা করেছেন প্রিয়া এবং নম্রতা।
তাঁদের কথার কোনও পাল্টা জবাব না দিয়ে সঞ্জুর পাশে সুখ-দুঃখে সর্বক্ষণ পাশে ছিলেন।