- Home
- Entertainment
- Bollywood
- মেয়ের প্রেমিককে নিয়ে চিন্তিত মহেশ, রণবীরকে 'লেডিস ম্যান'-এর তকমা দিয়েছিলেন পরিচালক
মেয়ের প্রেমিককে নিয়ে চিন্তিত মহেশ, রণবীরকে 'লেডিস ম্যান'-এর তকমা দিয়েছিলেন পরিচালক
- FB
- TW
- Linkdin
২০১৪ সালে প্রথম আলিয়া প্রকাশ্যে এনেছিল তাঁর বলিউড ক্রাসের বিষয়। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি পছন্দ করেন রণবীরকে।
তখন আলিয়া ও রণবীর শুধুই বন্ধু ছিলেন। সঙ্গে সেদিন অভিনেত্রী আরও জানিয়েছিলেন, সুযোগ হলে বিয়েও করতে রাজি রয়েছেন তিনি।
কিন্তু আলিয়ার স্বপ্ন তখন বাস্তব নয়। এমনই সময় কফি উইফ করণে হাজির হয়েছিলেন মহেশ ভাট ও ইমরান হাসমি। সেখানেই রণবীরকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল মহেশ ভাটকে।
সেদিন পরিচালক সাত-পাঁচ না ভেবেই উত্তর দিয়েছিলেন, রণবীর হলেন লেডিস ম্যান। মুহূর্তে হেঁসে গড়িয়েছিলেন করণ জোহার।
এরই ঠিক দুবছরের মধ্যেই বদলে গেল মহেশ ভাটের বাড়ির সমীকরণ। রণবীরের প্রেমে হাবুডুবু খেতে শুরু করলেন আলিয়া।
প্রথম এই জুটির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে ২০১৮ সালে। সোনাম কাপুরের বিয়ের আসরে একই সঙ্গে হাজির হয়েছিলেন এই দুই তারকা।
২০১৯ সালের শেষেই খবর ছড়িয়ে পড়েছিল শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, কিন্তু ২০২০-তেই বদলে গেল গোটা বিশ্বের চেনা ছবি।
লকডাউনে মহেশ কন্যা এখন রণবীরের সঙ্গে রয়েছেন লিভইনে। কোথাও গিয়ে কী আজও মহেশের মনে রণীবর সম্পর্কে সেই একই ধারণা রয়েছে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তা বদলে গিয়েছে, তা এখন রহস্য।