- Home
- Entertainment
- Bollywood
- অর্জুনের সঙ্গে কোয়ারন্টাইনে দিনগুলো কেমন কেটেছিল, কোভিড পজিটিভ নিয়ে মুখ খুললেন মালাইকা
অর্জুনের সঙ্গে কোয়ারন্টাইনে দিনগুলো কেমন কেটেছিল, কোভিড পজিটিভ নিয়ে মুখ খুললেন মালাইকা
- FB
- TW
- Linkdin
২০১৯ সাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল মালাইকা ও অর্জুন কাপুরের সম্পর্ক। প্রকাশ্যে পোস্ট করে সকলের নজর কেড়েছিলেন।
২০২০-তে সামনে আসে তাঁদের লিভইনের সম্পর্কের ছবি। আরবাজকে ডিভোর্স দেওয়ার পরই অর্জুনের কাছে চলে আসেন মালাইকা।
বিয়ে নিয়ে কোনও স্পস্ট মন্তব্য না করলেও ভালোই আছেন এই পাওয়ার জুটি। একসঙ্গে অনেকটা সময় কাটালেন লকডাউনে।
পাশাপাশি নেমে এসেছিল বিপদও, করোনায় আক্রান্ত হয়েছিলেন দুই স্টারই। বাড়িতেই হয়েছিলেন কোয়ারেন্টাইন। কীভাবে কেটেছিল সেই সময়!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন মালাইকা আরোরা। জানান, শারীরিক তেমন কোনও কষ্টই ছিল না।
বরং সেই কটা দিন অর্জুনের সঙ্গে অনবদ্য সময় কাটিয়েছি। অর্জুন সব সময় আমাকে হাসি খুশি রাখে। আমার মনে পড়ে না কবে আমি ওর সঙ্গে বোর হয়েছি।
আমাকে নিয়ে মজা করা, মজার মজার কথা বলা, প্রতিটা মুহূর্ত খুব বিশেষ করে তুলতে জানেন অর্জুন।
তাই মালাইকার বক্তব্য কোয়ারেন্টাইন তাঁর জীবনে ফিরে এলেও অসুবিধে নেই। সময়টা অর্জুনের সঙ্গে দিব্যি কাটয়ে নেওয়া যাবে।