জানেন কি, এই কারণেই শাহিদের জন্য করবা চৌথের ব্রত রাখেন না মীরা
বলি অভিনেতা শাহিদ কাপুর। বি-টাউনের একাধিক অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বরাবরই লাইমলাইটের শীর্ষে রয়েছেন শাহিদ। গতকালই গোটা দেশে ধুমধাম করে পালিত হয়েছে করবা চৌথ। বলিউড তারকারাও মহাসমারোহে এই ব্রত পালন করে থাকেন । তবে সকল তারকাদের মতো হাজার চেষ্টা করেও এই করবা চৌথ পালন করতে পারেন না শাহিদ পত্নী মীর রাজপুত, কারণ জানলে অবাক হবেন।

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে নিজের চাইতে বেশ অনেকটাই ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা -মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত।
বরাবরই নিজের ব্যক্তিগত জীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গ শেয়ার করে লাইমলাইটে থাকেন বলিপাড়ার এই হট দম্পতি।
স্ত্রী মীরা রাজপুত এবং সন্তানদের সঙ্গে একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন শাহিদ।
গতকালই ছিল করবা চৌথ। সকলের মতো হাজার চেষ্টা করেও এই করবা চৌথ পালন করতে পারেন না শাহিদ পত্নী মীর রাজপুত।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে মীরা সেই দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, তিনি মারাত্মক খেতে ভালবাসেন। আর এই করবা চৌথের ব্রত পালনে খাদ্যরসিক হওয়াটাই মূল বাধা।
ইনস্টাগ্রামে শাহিদের উদ্দেশ্যে মীরা জানিয়েছেন, বেবি আই লাভ ইউ কিন্তু আমি খাবারকেও ভালবাসি। আমাদের তিনজনের জন্য হ্যাপি করবা চৌথ।
মীরা জানিয়েছেন, আমি পরের বছর ফের করবা চৌথ রাখার চেষ্টা করব। সঙ্গে অবশ্যই তোমার সুস্বাস্থ্যের কামনা করি।
বয়স যে নিছকই সংখ্যামাত্র তা প্রমাণ করে দিয়েছেন বলিপাড়ার এই কাপল। বয়সে ১৩ বছরের ছোট মীরার সঙ্গে চুটিয়ে সংসার করছেন শাহিদ।
বিয়ের পাঁচ বছর কেটে গেলেও স্বামী শাহিদের জন্য এই বিশেষ কারণেই করবা চৌথের ব্রত পালন করতে পারেননি।