গান সুপারহিট হলেও মেলে না যোগ্য পারিশ্রমিক, বিস্ফোরক বয়ান নেহা কক্করের
| Published : Apr 13 2020, 10:04 AM IST
গান সুপারহিট হলেও মেলে না যোগ্য পারিশ্রমিক, বিস্ফোরক বয়ান নেহা কক্করের
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
আঁখ মারে, কালা চশমা , দিলবর, ও সাকি, বলিউজে একাধিক সুপারহিট গান রয়েছে নেহার ঝুলিতে।
210
নেহা কক্কর মানেই এক হিটের ফর্মূলা। একাধিক গান গেয় সঙ্গীত প্রেমীদের মনে নিজের জায়গা করে নিয়েছেন নেহা।
310
বলিউডে গান গেয়ে যে পারিশ্রমিক পান এবার সেই নিয়ে মুখ খুললেন নেহা।
410
নেহা জানিয়েছেন, বলিউডে গান গেয়ে বিশেষ পারিশ্রমিক পেলে না।
510
গান সুপারহিট হবে বলেই অনেকেই গান গাওয়ান, তারপর গান সুপারহিট হলেও সেইমতো মেলে না পারিশ্রমিক।
610
তবে যেটুকু উপার্জন হয় তার পুরোটাই লাইফ শো থেকে।
710
নেহা আরও জানিয়েছেন, লাইফ কনসার্ট থেকে যে পরিমাণ টাকা পাই, বলিউড তার ধারেও ঘেষে না।
810
ইন্ডিয়ান আইডল -এর প্রতিযোগী থেকে সেই রিয়্যালিটি শো-এর বিচারক আসনে বসা নেহার এই বিস্ফোরক বয়ান দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে।
910
এর আগেও নিজের জীবনের কঠিন লড়াইয়ের কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নেহা।
1010
আদিত্যর সঙ্গে তার বিয়ের নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। এই বিয়ের আসল খবর নিজেই ফাঁস করেছেন নেহা কক্কর। সম্প্রতি হানি সিং-এর সঙ্গে 'মস্কো সুকা' গান গেয়েছেন নেহা। গানটি পাঞ্জাবি ও রুশ ভাষারও ব্যবহার রয়েছে। গানটি সঙ্গীত প্রেমীদের মনেও ধরেছে।