- Home
- Entertainment
- Bollywood
- 'মিথ্যে সান্তনা দিচ্ছে হিপোক্রিটের দল', সুশান্তকে দূরে ঠেলে দিয়েছিল করণ, আলিয়া, সলমন সহ অনেকে
'মিথ্যে সান্তনা দিচ্ছে হিপোক্রিটের দল', সুশান্তকে দূরে ঠেলে দিয়েছিল করণ, আলিয়া, সলমন সহ অনেকে
- FB
- TW
- Linkdin
কঙ্গনা দাবি করেন, সুশান্তকে আত্মহত্যার করার জন্য বলিউডকে দায়ী করলেন। বলিউড তাঁকে কর্নার করে দিয়েছিল। ইন্ডাস্ট্রির একজন সদস্যা হিসেবেই গণ্য করত না।
অভিনেত্রীকেই অনুসরণ করে সোশ্যাল মিডিয়ায় উঠল প্রতিবাদ। ব্যান করা হোক বলিউড বিগিদের। অর্থাৎ করণ জোহার, সলমন খান, যশ রাজ ফিল্ম সহ সঞ্জয় লীলা বনশালীকেও।
কমল আর খানের পুরনো একটি পোস্ট প্রকাশ্যে এসেছে যার মাধ্যমে জানা গিয়েছে, করণ জোহার, সলমন খান, যশ রাজ ফিল্ম সহ সঞ্জয় লীলা বনশালী, টি সিরিজ, বিশেষ ফিল্মস সুশান্তকে ব্যান করেছিল।
তাই ওয়েব দুনিয়ায় কাজ করা এবং ছোট খাটো ছবিতে কাজ করা ছাড়া তাঁর কাছে আর উপায় রইল না। বাধ্য হয় প্রযোজক, পরিচালকের দ্বোরে দ্বোরে ঘুরতে হয় তাঁকে।
এমনকি একতা কাপুর, যার ধারাবাহিক পবিত্র রিশতার হাই টিআরপির জন্য দায়ী ছিলেন একমাত্র সুশান্ত, তাঁর থেকেই কিনা মুখ ফিরিয়ে নিয়েছিলেন একতাও।
আলিয়া ভাট এবং করণ জোহারের সুশান্তকে নিয়ে আবেগভরা পোস্ট দেখে ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা। তাঁকে নিয়ে কফি উইথ করণে রীতিমত ঠাট্টা করেছিলেন দু'জন।
টেলি অভিনেতা বলে আলিয়া তাঁকে না চেনার ভান করেছিলেন বলে দাবি করছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি করণও নাকি সুশান্তের কেরিয়ার ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছেন।
জ্যাকলিন ফারন্যানডিজ এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত ড্রাইভ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করণ জোহার ছবিটি ওটিটি রিলিজ করান। যা চূড়ান্ত ফ্লপ হয়।
অন্যদিকে আয়ুষ্মান খুরানার একটি বক্তব্যও এই প্রসঙ্গে উঠে আসে। কফি উইথ করণেই আয়ুষ্মান জানান, করণ তাঁকে বিজনেস কার্ড দিয়েছিলেন। যেখানে করণের অফিসের নম্বর লেখা ছিল।
সেখানে ফোন করতে আয়ুষ্মানকে করণের কর্মচারীরা সরাসরি জবাব দিয়েছিল, "আমরা আউটসাইডারদের অডিশন নিই না। তাই এখানে আর ফোন করবেন না।"
এ কথা সত্যি যে নেপোটিজম বলিউডে রয়েছে। তবে তাই বলে একজন প্রতিভাবান, দক্ষ অভিনেতাকে নেপোটিজম এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবে। এমনই নানা প্রশ্নে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। করণ সহ সকলকে ব্যান করার প্রতিবাদে নেটিজেনরা।