বিয়ের পর প্রথমকরবা চৌথ, ব্রত পালন করে নেট দুনিয়ায় ভাইরাল নেহা কক্কর
- FB
- TW
- Linkdin
বিয়ের পর প্রথম করবা চৌথ, স্বামীর সঙ্গে ব্রত পালন করে ছবি শেয়ার করলেন নেহা কক্কর। সদ্য বিয়ে হয়েছে এই বলিউড ডিভার।
স্বামীর সঙ্গে সংসারে ব্যস্ত এখন নেহা কক্কর। বিয়ের মেহেন্দি এখনও রয়েছে তাঁর হাতে। এরই মাঝে হাজির করবা চৌথের তিওহার।
লাল কুর্তিতে এদিন সকলের নজর কাড়লেন নেহা কক্কর। তাঁর লুক মুহূর্তে ভাইরাল। স্বামীর সঙ্গে নিজের ব্রত ভাঙলেন।
সংসার নিয়েই এখন ব্যস্ত রয়েছেন নেহা। নিজের কাজ থেকে এখন খানিক বিরতি। শ্বশুড়বাড়িতেই দিব্যি কাটছে তাঁর সময়।
প্রথম করবা চৌথ বলে কথা। নিজের মত করে সাজিয়ে নিয়ে পরিবারের সকলের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন নেহা।
মহাধুমধামে বিয়ে পর্ব মিটিয়েছেন তিনি। প্রতিটি ফ্রেমেই যেন পার্ফেক্ট জুটি। চলতি বছরের শুরুতেই বিয়ের খবর ভাইরাল হয়েছিল নেহার।
এবার সেই স্বপ্নই যেন সত্যি। রাজকীয়ভাবে বিয়ে পর্ব সারলে ন নেহা কক্কর। মুখে হাসিতেই ফুটে ওঠে তাঁর নয়া জীবনের হ্যাপেনিং ফান্ডা।