- Home
- Entertainment
- Bollywood
- জানেন কি, এই বিশেষ কারণেই পুত্রবধূ প্রিয়ঙ্কাকে নিয়ে গর্বিত নিক জোনাসের বাবা
জানেন কি, এই বিশেষ কারণেই পুত্রবধূ প্রিয়ঙ্কাকে নিয়ে গর্বিত নিক জোনাসের বাবা
- FB
- TW
- Linkdin
গত সোমবারই মুক্তি পেয়েছে পিগি চপসের আসন্ন ছবি 'দ্য হোয়াইট টাইগার'-এর ট্রেলার । ছবিতে অভিনেত্রী ছাড়াও এক্সিকিউটিভ প্রোডিউসারের ভূমিকায় দেখা যাবে পিগি চপস-কে।
পরিচালক রামিন বাহরানির এই ছবিতে অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া, রাজকুমার রাও এবং আদর্শ গৌরব।
ট্রেলারের ঝলক দেখেই সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ পড়ে গিয়েছে, নিকের পরিবারও পিছিয়ে নেই তাতে। বউমা প্রিয়ঙ্কাকে নিয়ে রীতিমতো গর্বিত শ্বশুরমশাই পল কেভিন জোনাস।
কিন্তু কী এমন করলেন প্রিয়ঙ্কা, যা মুগ্ধ করল নিকের বাবাকে। আসলে বউমার অভিনয়ে মুগ্ধ শ্বশুরমশাই পল কেভিন জোনাস। এবং সেকথা নিজের সোশ্যাল মিডিয়াতেই জানালেন নিকের বাবা।
পল কেভিন জোনাস জানিয়েছন, ছবির জন্য অধীর অপেক্ষায় তিনি। এবং পুত্রবধূ প্রিয়ঙ্কার অভিনয়ে তিনি মোহিক হয়ে গেছেন।
ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আদর্শ গৌরব। বলরাম হালওয়াই এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।
একসময় শ্রেণি বৈষম্যের দরুণ সমাজের একশ্রেণির চাপে পড়ে পড়াশোনা ছেড়ে বিলেত ফেরত ছেলে অশোকের (রাজকুমার রাও)গাড়িচালক হিসেবে চাকরিতে যোগ দেয় বলরাম। অশোকের স্ত্রী পিঙ্কির ভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে।
২০২১ সালের ২২ জানুয়ারি মুক্তি পাবে প্রিয়ঙ্কা চোপড়াপ আসন্ন ছবি 'দ্য হোয়াইট টাইগার'।