- Home
- Entertainment
- Bollywood
- Nora-Sukesh : ইডির সাক্ষী এবার নোরা ফতেহি, কনম্যান সুকেশের নোংরামি ফাঁস হবে শীঘ্রই
Nora-Sukesh : ইডির সাক্ষী এবার নোরা ফতেহি, কনম্যান সুকেশের নোংরামি ফাঁস হবে শীঘ্রই
- FB
- TW
- Linkdin
বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির (Nora Fatehi ) । ইতিমধ্যেই ইডি-র জেরায় সমস্ত কথা স্বীকারও করেছেন প্রতারক সুকেশ।
বলি অভিনেত্রীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য কোটি কোটি টাকা উপহার দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। দিনকয়েক আগেই ফাঁস হয়েছিল (Nora Fatehi ) নোরা ও সুকেশের চ্যাট। তারপরই তাদের সম্পর্ক নিয়ে জোর জল্পনাও শুরু হয়েছিল বলিউডে।
কোটি কোটি টাকা উপহার দেওয়া থেকে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কনম্যান নোরা ফতেহি (Nora Fatehi ) । তবে তাতে বেশি কিছু লাভ হল না উল্টে পুরোটাই এবার বিফলে। ঘনিষ্ঠ সূত্রে থেকে জানা গেছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপের মামলায় এবার সরকারের সাক্ষী হতে চলেছেন নোরা ফতেহি।
সূত্র থেকে জানা গেছে, জ্যাকলিনের মতোই নাকি দামি গাড়ি থেকে হিরের গয়না, ব্যাগ উপহার দিয়েছিলেন নোরা ফতেহিকে (Nora Fatehi ) । ২০২০ সালের ডিসেম্বরেই অভিনেত্রী নোরা ফাতেহিকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ। ইডি-র জিজ্ঞাসাবাদের সময়, অভিনেত্রী নোরা জানিয়েছিলেন যে সুকেশের স্ত্রী লীনা মারিয়া তাকে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য অত্যন্ত ব্যয়বহুল বিএমডব্লিউ গাড়ি দিয়েছিলেন।
সূত্র থেকে জানা গেছে, জ্যাকলিনের মতোই নাকি দামি গাড়ি থেকে হিরের গয়না, ব্যাগ উপহার দিয়েছিলেন নোরা ফতেহিকে (Nora Fatehi ) । ২০২০ সালের ডিসেম্বরেই অভিনেত্রী নোরা ফাতেহিকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ। ইডি-র জিজ্ঞাসাবাদের সময়, অভিনেত্রী নোরা জানিয়েছিলেন যে সুকেশের স্ত্রী লীনা মারিয়া তাকে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য অত্যন্ত ব্যয়বহুল বিএমডব্লিউ গাড়ি দিয়েছিলেন।
দিনকয়েক আগেও সুকেশের সঙ্গে নোরার (Nora Fatehi ) কথোপকথন প্রকাশ্যে এসেছে। নোরা ও সুকেশের কথোপকথন থেকে জানা যায় যে নোরাকে দামি উপহার দিয়েই নিজের কাছে টানার চেষ্টা করেন সুকেশ। কারণ এই সমস্ত দামি উপহার পাঠানোর পেছনে একটাই উদ্দেশ্য নোরাকে পছন্দ করত প্রতারক সুকেশ চন্দ্রশেখর।
গত ১৪ অক্টোবর নোরা ফতেহি (Nora Fatehi ) ও সুকেশ চন্দ্রশেখরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়য। এবং সেই সময়েই সমস্ত উপহারের কথা প্রকাশ্যে আসে।
তবে নোরা ফতেহি (Nora Fatehi ) জানিয়েছেন, সুকেশের মামলায় তাকে নাকি ফাসানো হচ্ছে। তিনি গত বছরের ডিসেম্বরের আগে চিনতেন না সুকেশ চন্দ্রশেখরকে। তবে উপহারের কথা জেরায় পরে স্বীকার করে নিয়েছেন নোরা ফতেহি।
নোরা ফতেহির (Nora Fatehi ) পক্ষ থেকে তার টিম বিবৃতিতে জানিয়েছেন, এই মামলায় নোরা ফতেহি শুধুমাত্র ভিক্টিম এবং সাক্ষী হয়ে এই মামলায় সহযোগিতা করবেন। আরও জানানো হয়েছে, নোরা কোনওভাবেই আর্থিক তছরূপ কান্ডের সঙ্গে যুক্ত নন।