- Home
- Entertainment
- Bollywood
- আমিরের মত সুপারস্টারের বাড়িতে পা রেখে এতটা কষ্ট পেতে হবে, দুঃস্বপ্নেও ভাবেননি দীপিকা
আমিরের মত সুপারস্টারের বাড়িতে পা রেখে এতটা কষ্ট পেতে হবে, দুঃস্বপ্নেও ভাবেননি দীপিকা
- FB
- TW
- Linkdin
দীপিকা পাড়ুকোন বরাবরই ভক্তমহলে বেশ জনপ্রিয়। তাঁর জীবনের প্রেমপর্বই হোক বা তাঁর জীবনের পুরোনো কোনও গল্প, বেজায় নজর কাড়ে সকলের।
বলিউড সফরে পা রাখাটা সকলের পক্ষে যে খুব সহজ নয়, তা স্পষ্ট। দীপিকার ক্ষেত্রেও তেমনটাই ছিল । তবে ছোট থেকে বলিমহলের সঙ্গে যোগাযোগ ছিল ভালোই।
একবার আমির খানের বাড়িতে পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। উপস্থিত ছিলেন তাঁর মা-বাবা ও বড় দিদিও।
সেখানে গিয়ে ছবি তোলা থেকে শুরু করে বাক্যালাপ সবই চলতে থাকে। যেটা মেলে না তা হল খাওয়া। দীপিকার বয়স তখন মাত্র ১৩ বছর।
আমির খানের বাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও মেলেনি খাবার। কিন্তু সামনে বসেই দিব্যি খেয়ে গেলেন আমির খান। তা এখনও ভোলেননি দীপিকা।
এক সাক্ষাৎকারে এই স্মৃতি সকলের সঙ্গে শেয়ার করে নেন তিনি। জানিয়েছিলেন, চোখের সামনেই আমির খান খেতে বসে গিয়েছিলেন।
আমিরের পাতে দিব্যি রয়েছে-ডাল, ভাত আর দই, তখন দীপিকা খিদেতে ছটফট করছেন। অথচ লজ্জায় সেদিন খিদের কথা জানাতে পারেননি দীপিকা।
এই স্মৃতিতেই ভাসলেন যখন দীপিকা, তখন ভক্তমহলের মুখে মুখেও ছড়িয়ে পড়ে এই খবর। দীপিকার জীবনে জড়িয়ে এমনই হাজারও ছোট বড় গল্প মাঝে মধ্যেই সামনে আনেন হট ডিভা।
যদিও সেদিনের সেই স্ট্রাগেল, আজ দীপিকার জীবনে এক মজার গল্প। সকলের সঙ্গে হাসির ছলে তা শেয়ার করে নিলেও, তিনি যে তা আজও মনে রেখেছেন, সে বিষয় বিন্দু মাত্র প্রশ্ন থাকে না।