- Home
- Entertainment
- Bollywood
- এ কি করলেন জন ক্যাটের সঙ্গে, মুহূর্তে ভেজা চোখে ভাইজানের কাছে হাজির ক্যাট, জন-ভাইজান বিবাদ তুঙ্গে
এ কি করলেন জন ক্যাটের সঙ্গে, মুহূর্তে ভেজা চোখে ভাইজানের কাছে হাজির ক্যাট, জন-ভাইজান বিবাদ তুঙ্গে
- FB
- TW
- Linkdin
ঘটনার সূত্রপাত ঘটান জন আব্রাহম। একবার জনের সঙ্গে ছবি করার প্রস্তাব আসে ক্যাটরিনা কইফের।
ছবির নাম নিউ ইয়র্ক। এই ছবির খবর জানতে পেরে জন আব্রাহম সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি ক্যাটের সঙ্গে কাজ করতে পারবেন না।
তিনি আরও জানান, যে ক্য়াটরিনার হিন্দি স্পষ্ট নয়, সেই কারণে তিনি এই ছবিতে ক্যাটকে রাখতে চাইছেন না।
এই কথা শোনার পরই সলমন খানের কাছে পৌঁছায় ক্যাটরিনা। তিনি ক্যাটকে জানিয়েছিলেন, এর জন্য তুমি একদিন ধন্যবাদ জানাবে।
ক্যাটরিনাকে আরও বলেন সলমন, তুমি একদিন জনকে না বলার ক্ষমতা রাখবে। কিন্তু তুমি বলবে না। সেটাই হবে উপযুক্ত উত্তর।
এর কিছুদিনের মধ্যেই দেখা যায় এই ছবিতে কাজ করছেন ক্যাট। উল্টে জনের সঙ্গে বাড়ছে বন্ধুত্ব।
ক্যাটরিনা পুরোনো বিবাদ ভুলে বলেন, যে জন খুব ভালো মানুষ, এবং তাঁদের বন্ধুত্ব বেশ গভীর।
বিষয়টা ভালো চোখে দেখেন না সলমন, তিনি প্রকাশ্যেই বলে বসেন, আমি জনকে পছন্দ করি না। কিন্তু ক্যাটকে এই ছবি করতে আমি জানিয়েছিলাম।
কারণ একটা ছবি কখনই একটা অভিনেতার হতে পারে না। ছবি হল পরিচালকের। আর তাকে ফেরানো কখনই কাম্য নয়।