- Home
- Entertainment
- Bollywood
- হাত কাঁপত, লজ্জা লাগত, ঐশ্বর্যের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শ্যুট নিয়ে মুখ খুলতেই রণবীরের ওপর চটল বচ্চন পরিবার
হাত কাঁপত, লজ্জা লাগত, ঐশ্বর্যের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শ্যুট নিয়ে মুখ খুলতেই রণবীরের ওপর চটল বচ্চন পরিবার
রণবীর কাপুর ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল এক কথায় বলতে গেলে ঝড় তুলেছিল বিটাউনে। একাধিক হট দৃশ্যে ভরপুর এই ছবি যেন প্রতিটি পরতে-পরতে লুকিয়ে ছিল বচ্চন পরিবারের মান সন্মান। তেমনটাই খোলাসা করা হয়েছিল রাইবধূর পরিবারের ব্যবহারে।

প্রতিটা ছবির প্রমোশনেই তারকারা সেই ছবি নিয়ে একাধিক প্লার্টফর্মে কথা বলে থাকেন। নিজেদের না জানা গল্পগুলোকে তুলে ধরে।
যা নিয়ে শুরু হয় চর্চা, বিহাইন্ড দ্য সি হল দর্শকদের খুব পছন্দের এক বিষয়। তার ওপর ছবি ছবিতে থেকে থাকেন রণবীর ঐশ্বর্য।
বয়সের রয়েছে বেশ খানিকটা ফারাক। এঁদের মধ্যে রোম্যান্স ঠিক কতটা তরতাজা! তা জানার আগ্রহ ছিল সকলের।
ছবি মুক্তির আগে তা নিয়েই একবার প্রকাশ্যে মুখ খোলেন রণবীর। মুহূর্তে তা ঝড় তোলে বিনোদন জগতে। ঝড় তোলে বচ্চন পরিবারে।
রীতিমত কড়া সমালোচনার মধ্যে পড়তে হয় ঐশ্বর্য রাইকেও। রণবীরের এই একটা কথাই বচ্চন পরিবারের মাথা হেঁট করেদিয়ে ছিল বলেই দাবী করেছিলেন পরিবারের সদস্যরা।
রণবীরের কথায়, ঐশ্বর্যের সঙ্গে ঘনিষ্ঠ হতে তাঁর বেশ কিন্তু কিন্তু লাগত। লজ্জা লাগত, এমন কি হাত কাঁপত। তাঁর গাল ধরার আগে তিনি দশবার ভাবতেন।
এই সময় রণবীরের পাশে ছিলেন খোদ ঐশ্বর্য। তিনি জানিয়েছিলেন, তাঁরা অভিনেতা, প্রয়োজনে সব কিছুই করতে হতে পারে।
ঐশ্বর্যের এই আশ্বাসেই এতোটা সাবলীল চরিত্র তুলে ধরতে পেরেছিলেন রণবীর কাপুর। কিন্তু এই সাক্ষাৎকার সামনে আসার পর ঝড় বইতে শুরু করে বচ্চন পরিবারে।
এমন কি জল্পনা রটে, বচ্চন বধূকে ডিভোর্সও দিতে পারেন অভিষেক। বেশ কিছুদিন এই পর্ব নিয়ে চলে চাপান্তর। যদিও বর্তমানে তা অতীত।
তবে এই বিষয়টা যে জয়া বচ্চন মেনে নিতে পারেননি, তা ছিল স্পষ্ট। প্রকাশ্যে একাধিকবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।