- Home
- Entertainment
- Bollywood
- সাংবাদিককে যৌনাঙ্গ কেটে দেওয়ার হুমকি, সঙ্গে সঙ্গে গেফতার শাহরুখ, ভুয়ো খবর ছাপতেই হামলে পড়লেন কিং খান
সাংবাদিককে যৌনাঙ্গ কেটে দেওয়ার হুমকি, সঙ্গে সঙ্গে গেফতার শাহরুখ, ভুয়ো খবর ছাপতেই হামলে পড়লেন কিং খান
- FB
- TW
- Linkdin
১৯৯২ সালে শাহরুখ তখন বলিউডের নয়া সেনসেশন। ভিলেনরূপী হিরোকে পেয়ে চকোলেট বয়ের সংজ্ঞা হারিয়েছিল সিনেপ্রেমরী। সেই সময় সিনে ব্লিটজ নামক এক পত্রিকায় বাইলাইন অর্থাৎ সাংবাদিকের নাম ছাড়াই এক খবর প্রকাশিত হয়।
খবরটি শাহরুখকে নিয়ে। কিং অফ বলিউড- শাহরুখ খান অ্যান্ড দ্য সিডাক্টিভ ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান সিনেমা, এই বইটিতে পুরো ঘটনাটি বিস্তারিত লেখা হয়।
১৯২২ সালে মায়া মেমসাব ছবিতে দীপা সাহির সঙ্গে শাহরুখের অন্তরঙ্গতার দৃশ্যটি সাংঘাতিক ভাইরাল হয়। বহুচর্চিত এই দৃশ্যের কারণে ছবিতে সেনসর বোর্ডের কাঁচি চললেও ইন্টারনেটে লিক হয় সেই ভিডিও।
সিনে ব্লিটজের সেই খবর অনুযায়ী, ছবির পরিচালক কেতন মেহতা, সেই ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিংয়ের আগে দীপাকে শাহরুখের সঙ্গে এক রাত একটি হোটেলে কাটাতে বলেছিলেন, যাতে তাঁরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দ্বিধাবোধ না করেন।
অভিনেতা-অভিনেত্রী পরিচালকের কথা মত হোটেলে রাত কাটান এবং পরদিন কেবল কেতন মেহতা ও ডিওপি সেটে থেকে দৃশ্যের শ্যুটিংটি সম্পন্ন করেন।
স্বাভাবিকভাবেই এই খবরটি বাইলাইন ছাড়াই প্রকাশিত হয়। তাতেই চটে যান কিং খান সহ ফিল্মের সঙ্গে জড়িত প্রযোজক-পরিচালক। খবরটি প্রকাশিত হওয়ার একদিন পরই কিথ ডিকস্টার উপর হামলে পড়েন কিং খান।
সিনে ব্লিটজের এই সাংবাদিক কিথকে একটি অনুষ্ঠানে যা নয় তাই বলে অপমান করেন। শাহরুখ খবরটির ভাষা পরে ভেবেছিলেন কিথই খবরটি লিখেছেন।
এতেও থেমে থাকেননি তিনি। কিথের বাড়িতে ফোন করে তাঁর গায়ে হাত তোলার হুমকি দেন। এমনকি তাঁর যৌনাঙ্গ কেটে ফেলার কথাও বলেন অভিনেতা।
পত্রিকার সম্পাদকের সাহায্যে কিথ, শাহরুখের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। অভিযোগ দায়ের হতেই শাহরুখকে গ্রেফতার করে বান্দ্রা পুলিশ।
যদিও জেল খাটতে হয়নি তাঁকে। তাঁকে থানার মধ্যেই দেওয়া হয়েছিল ভিআইপি ট্রিটমেন্ট। কিথকে ফোন করার অনুমতি চাওয়াতেই সহজেই পেয়ে গিয়েছিলেন কিং খান।
থানা থেকেও ফোন করে কিথকে হুমকি দেন শাহরুখ। নিজের বিরুদ্ধে ভুয়ো খবর তিনি কোনও মতেই সহ্য করবেন না। শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু চিকি পাণ্ডে (চাঙ্কি পাণ্ডের ভাই) শাহরুখের জমানত করান।
এই ঘটনার বছর দুয়েক পর সিনে ব্লিটজের এক সাংবাদিক ভারজিনিয়া ভাকা শাহরুখকে বোঝান, খবরটি কিথ লেখেননি। নিজের ভুল বুঝে সঙ্গে সঙ্গে কিথের কাছে ক্ষমাও চান অভিনেতা।