রাজ কাপুর ও দিলীপ কুমারের আদি বাড়ির দাম স্থির করল পাক-সরকার, কোন ভিলার দাম উঠল কত
First Published Dec 11, 2020, 9:04 AM IST
রাজ কাপুর ও দিলীপ কুমারের আদি বাড়ি, যার পরতে-পরতে ছড়িয়ে রয়েছে এই দুই পরিবারের ঐতিহ্য, ইতিহাস। আজ তা ভেঙে পড়ার পরিস্থিতি, ঋষি কাপুর চেয়েছিলেন সেখানে একবার গিয়ে থাকতে, শেষ ইচ্ছে পূরণের আগেই চলে যেতে হয় তাঁকে। কিন্তু বলিউডের এই দুই স্তম্ভকে এভাবে নষ্ট হতে দেওয়া যায় না, তাই এবার তা কিনে নেওয়ার সিদ্ধান্ত নিল পাক-সরকার।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন