- Home
- Entertainment
- Bollywood
- 'নেপোটিজম' প্রসঙ্গ পূজা ভাটের কাছে হাস্যকর, ট্যুইটারে ঝড় তুললেন মহেশ-কন্যা
'নেপোটিজম' প্রসঙ্গ পূজা ভাটের কাছে হাস্যকর, ট্যুইটারে ঝড় তুললেন মহেশ-কন্যা
- FB
- TW
- Linkdin
ট্যুটারে তিনি বলেন, "স্বজনপোষণ, যা এখনকার হট টপিক। এই বিষয় আমার মন্তব্য চাওয়া হয়েছে বহু জায়গা থেকে। নতুন প্রতিভাকে সর্বদা সম্মান করেছে আমার শ্রদ্ধা। নতুন অভিনেতা, সঙ্গীতশিল্পী, টেকনিশিয়ানদের কাজ দিয়েছিল আমরা।"
"তাই স্বজনপোষণ নিয়ে কথা বলতে গেলে আমার খুব হাস্যকর লাগে। যক্তি কথা বলে, গল্প নয়। এক সময় ভাট পরিবারের বিরুদ্ধে সকলের অভিযোগ ছিল, এই সংস্থা কোনও বড় তারকাদের সঙ্গে কাজ করতে চায় না। এখন সেই মানুষগুলোই ভাট পরিবারের বিরুদ্ধে স্বজনপোষণ নিয়ে আঙুল তুলছে।"
তিনি প্রত্যক্ষভাবে কঙ্গনা রনাওয়াতের কথাই বলেছেন। সুশান্তের মৃত্যুর বহু আগেই মহেশ ভাটের বিরুদ্ধে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য আজও সকলের স্মৃতিতে রয়েছে। সেই ক্ষোভই উগরে দিলসেন মহেশ-কন্যা।
কঙ্গনার বিষয় তাঁর মন্তব্য, "কঙ্গনা রনাওয়াত একজন অত্যন্ত দক্ষ অভিনেত্রী। যদি তাঁর মধ্যে কোনও প্রতিভাই না থাকত তাহলে বিশেষ ফিল্মস ওনাকে লঞ্চ করত না। অনুরাগ বসুর নজরে তিনি পড়েন ঠিকই তবে তাঁর পিছনে টাকা ঢেলেছে এই সংস্থাই। তাঁকে তারকা বানিয়েছে মহেশ ভাট।"
তিনি তাঁদের আসন্ন ছবি সড়ক টু নিয়েও ট্যুইট করেন। স্বজনপোষণের বিরোধিতা করে তিনি লেখেন, সড়ক টু ছবিতে নতুন সঙ্গীতশিল্পী সুনীল জিৎকে সুযোগ করে দিয়েছেন তাঁরা। চন্ডীগড়ের এই সঙ্গীতের শিক্ষককে কোনও ব্যাকআপ ছাড়াই মহেশ ভাট বেছে নিয়েছেন।
পূজা আরও লেখেন, "এই স্বজনপোষণ শব্দটার সাহায্যে অন্য কাউকে অপমান করার চেষ্টা করো। আমরা নতুন প্রতিভাকে সর্বদা এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছি। সবাই যদি এখন সেটা ভুলে গিয়ে থাকে তা অত্যন্ত দুঃখজনক।"
কঙ্গনার সঙ্গে মহেশ ভাটের সমস্যা দীর্ঘদিনের। পূর্বে মহেশের বিরুদ্ধে কঙ্গনা শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন। যার জেরে ভাট পরিবার সম্পূর্ণ তাঁর বিরুদ্ধে হয়ে যায়।
সুশান্তের মৃত্যুর পর পরই মুখ খুলেছিলেন কঙ্গনা রনাওয়াত। স্বজনপোষণ এবং রাজনীতির শিকার ছিলেন সুশান্ত, এই অভিযোগেই সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সুশান্তের মানসিক অবসাদের বিষয়টি মানতে চাননি।