- Home
- Entertainment
- Bollywood
- উদ্দাম যৌনতা থেকে লিপলকের ঘনিষ্ঠ দৃশ্য, জনকে কাছে টানতে বিপাশাকে কী টিপস দিয়েছিলেন পূজা ভাট
উদ্দাম যৌনতা থেকে লিপলকের ঘনিষ্ঠ দৃশ্য, জনকে কাছে টানতে বিপাশাকে কী টিপস দিয়েছিলেন পূজা ভাট
- FB
- TW
- Linkdin
চরিত্র নিয়ে নানা রকমের এক্সপেরিমেন্ট বরাবরই করেছেন বিপাশা। কেরিয়ারের শুরুতেই 'জিসম'-এর মতো ডার্ক শেডের ছবিতে নেগেটিভ চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছিলেন বিপাশা।
বোল্ড লুক, যৌন আবেদনময়ী রূপে ধরা দিতে তিনি বরাবরই সাহসী। এমনকী বলিউডের সাহসী দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে এক নম্বর অভিনেত্রী ছিলেন বিপাশা বসু।
অভিনয় জীবনের মধ্যে সব রকম অবতারে নিজেই রাঙিয়ে তুলেছিলেন অভিনেত্রী। যে কোনও কিছুকেই চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করতেন তিনি।
নব্বইয়ের দশকেও সাহসী দৃশ্যে রীতিমতো ঝড় তুলেছেন লাস্যময়ী বিপাশা। পর্দার ঘনিষ্ঠ দৃশ্যে আগুন জ্বালানো বলিউডের সেক্সবম্ব বিপাশাকেও নাকি রোম্যান্টিক দৃশ্যের আগে টিপস নিতে হত। অবিশ্বাস্য নয়, এটাই সত্যি।
২০০৩ সালে 'জিসম 'ছবিতেই জনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আগে পূজা ভাটের উপদেশকে কাজে লাগিয়েই উদ্দাম শরীরী নেশায় পাগল করেছিলেন ভক্তদের।
'জিসম' ছবির মূল ইউএসপি ছিল জন-বিপাশার উষ্ণ রসায়ন। ঘনিষ্ঠ দৃশ্যে বিপাশার শরীরী আবেদনই ছিল ছবির বাড়তি পাওনা।
ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুট কীভাবে করেছিলেন বিপাশা তা নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক পূজা ভাট। এমন কিছু করতে বলেননি যাতে অস্বস্তি হতে পারে বিপাশার, জানিয়েছেন পূজা।
ঘনিষ্ঠ দৃশ্যে শরীরী উষ্ণতায় জনকে আকৃষ্ট করতে হত বিপাশাকে। তবে পূজা বলেছিলেন, দ্বিধা না করে দৃশ্যটি বিশ্বাসযোগ্য কীভাবে করে তোলা যায়, সেটাই করতে হবে।
ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিংয়ের সময়ও বাছাই করা ঘনিষ্ঠ কয়েকজন কলা কুশলীর সঙ্গেই কাজ করতে পূজা। যাদের উপস্থিতিতে অস্বস্তি হতো না বিপাশার।
বলিউড হাঙ্ক জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। সেই সম্পর্কেও দীর্ঘ ৯ বছর ছিলেন বিপাশা।
সায়া ছবির সেটেই প্রেমে পড়েছিলেন এই তারকা জুটি। তবে আজও তাদের ব্রেকআপের কারণ স্পষ্ট নয়।