- Home
- Entertainment
- Bollywood
- 'সোনিকে আমি সহ্য করতে পারতাম না, বাবাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিল', কোনও বিতর্কই বাদ নেই ভাট পরিবারে
'সোনিকে আমি সহ্য করতে পারতাম না, বাবাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিল', কোনও বিতর্কই বাদ নেই ভাট পরিবারে
- FB
- TW
- Linkdin
সুশান্তের মৃত্যুর জন্য মহেশ ভাটকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দায়ী করে চলেছে নেটিজেনরা। এত কিছুর মধ্যেই সোনি রাজদান থেকে শুরু করে পূজা ভাট মহেশের সমর্থনে এগিয়ে এসেছেন।
সোশ্যাল মিডিয়ায় তাঁরা সোচ্চার হয়েছেন মহেশের বিরোধীদের বিরুদ্ধে। অথচ একটা সময় ছিল যখন মহেশের সঙ্গো সনির সম্পর্ক নিয়ে বেজায় চটেছিলেন পূজা ভাট।
সোনির সঙ্গে মহেশের সম্পর্ক প্রথম দু'বছর সকলের থেকে গোপণ করেছিলেন পরিচালক। যদিও পরে তিনি পূজাকেই প্রথম জানান যে সোনিকে তিনি বিয়ে করতে চলেছেন।
পূজার মা লরেন ব্রাইট, যিনি পরে নিজের নাম বদলে রেখেছিলেন কিরণ ভাট। তাঁর সঙ্গে মহেশের সম্পর্কের তিক্ততা ক্রমশ বাড়তে থাকায় পূজার উপর একরকম মানসিক প্রভাব পড়তে থাকে।
প্রথমদিকে বোঝা না গেলেও পরে তিনি সোনির সঙ্গে মহেশের সম্পর্ক জানতে তিনি অনুমান করেন সোনির কারণেই মহেশের সঙ্গে কিরণের দূরত্ব ক্রমশ বেড়ে চলেছে।
দীর্ঘ সময় জুড়ে পূজা, সোনিকে একেবারেই পছন্দ করতে না। বরং সোনির সম্বন্ধে তাঁর ধারণা ছিল, মহেশকে তাঁদের থেকে ছিনিয়ে নিচ্ছেন সোনি।
নিজেদের ব্যক্তিগত জীবনের বহু ঘটনা নিয়েই প্রকাশ্যএ কথা বলেছেন ভাট পরিবার। আলিয়া ছাড়া বাকিরা তাঁদের বিতর্ক নিয়ে সাক্ষাৎকারে রীতিমত খোলাখুলি আলোচনা করেছেন।
বছর দুয়েক আগে পূজা এ বিষয় জানিয়েছিলেন, "এমনও সময় গিয়েছে যখন সোনির নাম শুনলে আমি রেগে যেতাম। নিজেকে সামলাতে পারতাম না। তখন মা আমায় বোঝাবার চেষ্টা করতেন।"
"আমি তখন নিশ্চিত ছিলাম, সোনিই আমায় আমার বাবার থেকে আলাদা করছে। সোনির কারণে মা-বাবার মধ্যে সম্পর্ক তিক্ত হয়েই চলেছে।"
"সোনিকে ঘৃণা করতাম। তবে মা আমায় বোঝাতে আমার মানসিকতা সোনির জন্য পাল্টাতে থাকে। সোনিকে নিয়ে আমার আজ কোনও রাগ, দুঃখ নেই।"
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর জেরে মহেশ ভাটের বিরুদ্ধে যা যা অভিযোগ এসেছে সবকিছুকে সম্প্রতি মিথ্যে দাবি করেছেন সোনি। তাঁকে অকারণে দোষারোপ করা হচ্ছে বলে দাবি করেছেন সোনি।
নিজের ট্যুইটারে তিনি প্রতিবাদের ঝড় তোলেন সোনি। স্বামীর বিরুদ্ধে কোনও কথা শুনতে নারাজ আলিয়ার মা। বরং রুখে দাঁড়াচ্ছেন সে সকল নেটিজেনদের বিরুদ্ধে।
সুশান্তের ভক্ত এবং প্রতিবাদীরা সোনির বিরুদ্ধে সুর তুললেও তিনি নিজের বিরোধিতায় অনড়। মহেশ ভাটকে অকারণে দোষারোপ করা অর্থহীন, বর্বরতা। তাঁর দাবি, সঠিক তথ্য না নিয়েই মহেশকে দুষছে সকলে।