- Home
- Entertainment
- Bollywood
- '১১ বছরের ছোট নিকের সঙ্গে শুধু শার্ট পরে নাচছেন', বয়সের তফাতে আজও কটাক্ষের শিকার প্রিয়ঙ্কা
'১১ বছরের ছোট নিকের সঙ্গে শুধু শার্ট পরে নাচছেন', বয়সের তফাতে আজও কটাক্ষের শিকার প্রিয়ঙ্কা
| Published : Aug 25 2020, 10:06 PM IST
'১১ বছরের ছোট নিকের সঙ্গে শুধু শার্ট পরে নাচছেন', বয়সের তফাতে আজও কটাক্ষের শিকার প্রিয়ঙ্কা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
সম্প্রতি জোনাস ব্রাদার্সের একটি গান 'ওয়াট আ ম্যান গনা ডু'-র একটি দৃশ্য ফের ভাইরাল হয় নেটদুনিয়ায়।
28
যেখানে নিক এবং প্রিয়ঙ্কাকে সাদা শার্ট পরে দেখা যাচ্ছে। কেবল সাদা শার্টে তাঁদের নাচতে দেখে বেজায় চটল ভারতীয় দর্শক।
38
তাঁদের শার্ট পরে নাচতে দেখেই নেটিজেনের দাবি, "ছোট ভাইয়ের সঙ্গে শার্ট পরে নাচছেন।"
48
এমনকি অনেকে নিককে প্রিয়ঙ্কার ছেলে বলেও সম্বোধন করেছে কমেন্ট সেকশনে।
58
এই ট্রোলগুলির বিষয় প্রিয়ঙ্কা জানলেও কোনও মন্তব্য করেন না। এই বিষয় তিনি নীরব থাকাই পছন্দ করেন।
68
ভারতে বিনোদন জগতের তারকারা যতখানি সম্মান এবং ভালবাসা পান ততখানিই ট্রোলিং ও কটাক্ষেরও শিকার হন।
78
প্রিয়ঙ্কা হলিউডে পদার্পণ করেই বলিউড থেকে তিনি তিক্ত সম্পর্কের আভাস পান।
88
সেই সময় তাঁর ভক্তরা সমর্থন করে। অথচ নিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরই একাংশ ভক্তরাও মুখ ফিরিয়ে নেন।