- Home
- Entertainment
- Bollywood
- পিছন থেকে ছিঁড়ল চেন, নিমেষে বেরিয়ে আসত স্তনযুগল, কীভাবে নিজেকে সামলেছিলেন প্রিয়ঙ্কা
পিছন থেকে ছিঁড়ল চেন, নিমেষে বেরিয়ে আসত স্তনযুগল, কীভাবে নিজেকে সামলেছিলেন প্রিয়ঙ্কা
- FB
- TW
- Linkdin
ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেই যে কেবল সকল আন্তর্জাতিক দর্শকদের মুগ্ধ করেছিলেন তাই নয়, ফ্যাশনের জগতেও ঝড় তুলেছেন পিগি চপস।
তাঁর কাছে ফ্যাশন মানেই অনেকটা রিভিল করেও ক্লাসি এবং সফিস্টিকেশন ধরে রাখা।
সাহসি পোশাক ক্যারি করার ক্ষেত্রে তিনি একেবারে এক্সপার্ট। কীভবে কোন অনুষ্ঠানে কতখানি রিভিল করা উচিত তা, প্রিয়ঙ্কার নখদর্পণে।
তবে সবকিছু শিখেও কোথাও যেন বিপদ থেকেই যায়। সম্প্রতি নিজেই খোলসা করলেন নিজের ওয়ার্ডড্রোব ম্যালফাংশনের কাহিনি।
২০১৯ সালে ক্যান চলচ্চিত্র উৎসবে তিনি ডেবিউ করেন। রেড কার্পেটে প্রথমবার দেখা গিয়েছিল বলিউডের প্রিয়ঙ্কাকে।
আন্তর্জাতিক মঞ্চ, রেড কার্পেট, হাজারও বিদেশিনীর ভিড়ে ফ্যাশন ডিজাইনার রবার্টো ক্যাভালির গাউন পরে সকলের দৃষ্টি ঘুরিয়েছিলেন তিনি।
তবে এই অফ শোল্ডার হাই থাই স্লিটেড পোশাকেই লুকিয়েছিল বিপদ। রেড কার্পেটে পা রাখার আগেই গাড়ির মধ্যে ছিঁড়ে গিয়েছিল পিছনের চেন।
চেন ছিঁড়ে যাওয়া মানেই সেই পোশাক শরীর থেকে খুলে আসবে। জনসমক্ষে এক সাংঘাতিক কাণ্ড ঘটার হাত থেকে রক্ষা পেয়েছিলেন তিনি।
সমস্ত ক্রেডিট তাঁর টিমের কাছে গেলেও তিনি যেভাবে পরিস্থিতির সামাল দিয়েছিলেন তা অবিশ্বাস্য। তাঁকে সেই সময় দেখেই কেউ আঁচ পর্যন্ত করতে পারেনি যে কয়েক মিনিট আগেই এমন বিপদ ঘটে গিয়েছে।