শ্যুটিং সেটে অমিতাভকে অপমান করেন রাজেশ খান্না, গর্জে উঠেছিলেন জয়া
কথায় বলে অহংকার পতনের কারণ। ঠিক সেই ছবি দেখা দিয়েছিল রাজেশ খান্নার জীবনে। বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। পর্দায় যার উপস্থিতিতে ঝড় উঠত দর্শক মহলে। একের পর এক সেরা ছবি সকলকে উপহার দিয়েছিলেন যে তারকা, একদিন তাঁর স্টারডাম নিমিশে শেষ হয়ে যেতে লাগল। পর পর ১৩টা ছবি সিলভার যুবলি, কিন্তু নিজেকে ধরে রাখতে পারেননি অভিনেতা। রোশের মুখে পড়েছিলেন জয়া বচ্চনের। ঠিক কী ঘটেছিল, যার জন্য রাজেশ খান্না তিলে তিলে মিলিয়ে গেলেন স্বর্ণযুগ থেকে।

বলিউডের প্রথম সুপারস্টার, তাই তাঁর খানিকটা অহঙ্কার তো থাকারই কথা। এই কথাটা খুব তারাতারি বুঝে ছিলেন রাজেশ খান্না।
সুপার স্টার হওয়ার কয়েকদিনের মধ্যে বদলে গিয়েছিল তাঁর স্বভাব, কথা, ব্যবহার সবকিছু। সেটে আসতেনও দেরিতে।
সেটে থাকার সময় জুনিয়ার অভিনেতাদের সঙ্গে মজা করতেন বটে, তবে অধিকাংশ সময়ই তা ব্যঙ্গে রূপ নিত। এমনই এক পরিস্থিতিতর শিকার হয়েছিলেন জয়া বচ্চন।
নিউইয়র্কে একটি টিভি শো চালাতেন তিনি। পরবর্তীতে জানিয়েছিলেন সেটা ছিল তাঁর অন্যতম ভুল সিদ্ধান্ত। নিজের একটি সংস্থা খুলেছিলেন অমিতাভ।
অমিতাভ ও জয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছে। তাই সময় পেলেই অমিতাভ জয়ার সঙ্গে দেখা করতে আসতেন ছবির সেটে।
কয়েকদিন ধরে বিষয়টা নজরে পড়েছিল রাজেশ খান্নার। একদিন তিনি সেটের মধ্যেই অমিতাভকে অপমান করে বসেন।
তা দেখে মেজাজ হারিয়ে ছিলেন জয়া বচ্চন। আর বলেছিলেন, দেখবেন এই মানুষটি একদিন আপনার থেকেও বড় সুপারস্টার হবে।
জয়ার কথাই যেন ফলে গিয়েছিল। রাজেশ খান্নার ব্যবহার ও তাঁর উদ্ধত্য তাঁকে ধীরে ধীরে সরিয়ে দিয়েছিল স্টারডাম থেকে। উঠে এসেঠিলেন বিপরীতে অমিতাভ বচ্চন। ...