শ্যুটিং সেটে অমিতাভকে অপমান করেন রাজেশ খান্না, গর্জে উঠেছিলেন জয়া
First Published Dec 29, 2020, 10:04 AM IST
কথায় বলে অহংকার পতনের কারণ। ঠিক সেই ছবি দেখা দিয়েছিল রাজেশ খান্নার জীবনে। বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। পর্দায় যার উপস্থিতিতে ঝড় উঠত দর্শক মহলে। একের পর এক সেরা ছবি সকলকে উপহার দিয়েছিলেন যে তারকা, একদিন তাঁর স্টারডাম নিমিশে শেষ হয়ে যেতে লাগল। পর পর ১৩টা ছবি সিলভার যুবলি, কিন্তু নিজেকে ধরে রাখতে পারেননি অভিনেতা। রোশের মুখে পড়েছিলেন জয়া বচ্চনের। ঠিক কী ঘটেছিল, যার জন্য রাজেশ খান্না তিলে তিলে মিলিয়ে গেলেন স্বর্ণযুগ থেকে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন