- Home
- Entertainment
- Bollywood
- শরীরের দেখানো নিয়ে দীপিকাকে এ কি প্রশ্ন করলেন রাখী, উত্তর মিলতেই ব্যাঙ্গ ড্রামা কুইনের
শরীরের দেখানো নিয়ে দীপিকাকে এ কি প্রশ্ন করলেন রাখী, উত্তর মিলতেই ব্যাঙ্গ ড্রামা কুইনের
- FB
- TW
- Linkdin
বডি শেমিং নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয় দীপিকা পাড়ুকোনকে। তা নিয়ে মুখ খুলেছিলেন দীপিকা।
তবে বলিউডে পা রাখার পর প্রথমে শুরুটা দীপিকার জন্য এতটাও সহজ ছিল না। নানা চরাই উৎরাই দিয়ে তৈরি হয় তাঁর কেরিয়ার।
একাধিকবার এমন কিছু প্রশ্নের মুখে পড়তে হয় যা তাকে বেজায় অস্বস্তি ফেলে দিয়েছিল।
তেমনই এক সাক্ষাৎকার ছিল রাখী সাওয়ান্তের সঙ্গে। তখন সবে মাত্র নিজের প্রথম ছবি করেছেন দীপিকা।
রাখীর ডাকে তিনি হাজির হয়েছিলেন এক টক শোতে। সেখানেই অদ্ভূত প্রশ্নের মুখে পড়তে হয় দীপিকাকে।
রাখী স্পষ্টই জানতে চেয়েছিলেন, নিজের কোন বডি পার্টস শো করতে চান বলিউডের ছবির মধ্যে দিয়ে!
এই প্রশ্নে প্রথমে কিছুটা অবাক হন দীপিকা। তারপর ভেবে জানান, তাঁর মুখের হাসি।
এরপরই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন রাখী, হাসি কি আমাদের সত্যিই বডি পার্টস, এই ভিডিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।