- Home
- Entertainment
- Bollywood
- 'রামায়ণ' অভিনেতা-অভিনেত্রীদের ফের চিনে নিন, তিরিশ বছর পর কতখানি বদলালেন তাঁরা
'রামায়ণ' অভিনেতা-অভিনেত্রীদের ফের চিনে নিন, তিরিশ বছর পর কতখানি বদলালেন তাঁরা
- FB
- TW
- Linkdin
অরুন গোভিলঃ রামায়ণের রামের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
দীপিকা চিখালিয়াঃ সীতার ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল অভিনয় করতে।
সুনীল লেহরিঃ লক্ষণের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সুনীল লেহরিকে। আজ তেমন ছোটপর্দায় না দেখা যায় না তাঁকে।
দারা সিংঃ প্রয়াত অভিনেতা দারা সিং হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন।
ললিতা পাওয়ারঃ মন্থরার চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল ললিতা পাওয়ারকে অভিনয় করতে।
অঞ্জলি বিয়াসঃ উর্মিলার ভূমিকায় অভিনয় করেছিলেন অঞ্জলি। এখন তাঁকে ছবিতে এবং ধারাবাহিকে দেখা যায়।
সুলক্ষণা ক্ষত্রিঃ মান্ডবীর চরিত্রে অভিনয় করেছিলেন সুলক্ষণা। এখন তাঁকে কিছু ছবি এবং ধারাবাহিকে দেখা যায়।
পদ্ম খান্নাঃ কৈকেয়ীর ভূমিকায় দেখা গিয়েছিল পদ্ম খান্নাকে। বিভিন্ন বলিউড ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে।
বাল ধুরিঃ দশরথের চরিত্রে অভিনয় করেছিলেন বাল ধুরি।
অরবিন্দ ত্রিবেদিঃ রাবণের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন অরবিন্দ ত্রিবেদি।