সম্পর্কে বিপরীত, পারিশ্রমিকে এক, এক একটি ছবি করে কত আয় দুই রাণবীরের
- FB
- TW
- Linkdin
বক্স অভিসে ঝড় তুলে একার পর এক হিট ছবি দর্শকদের উপবার দিয়েছেন স্টারকিড রণবীর কাপুর। তাঁর নামের সঙ্গে স্টারকিডের তকমা দিতে নারাজ অনেকে।
দীপিকা ছিল তাঁর পছন্দের তালিকাতে থাকা অন্যতম অভিনেত্রী। যদিও রণবীর ও দীপিকার জীবনের প্রেমের পর্ব বেজায় বেদনা দায়ক। তবে এই জুটি আজও পর্দায় হিট।
রণবীর সিং এর জীবনে ঠিক এর উল্টো ছবিটা দেখা যায়। তিনি স্টারকিড নন। রীতিমত কাস্টিং ক্রাউচের সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে তিনি হয়েছেন সুপারস্টার।
দীাপিকার সঙ্গে সম্পর্কে ক্ষেত্রেও একই ছবি। যেখানে এক রণবীর তাঁকে ভেঙেছে, সেখানেই অন্য রণবীর তাঁকে গড়ে তুলেছে।
তবে ভক্ত মহলে দুজনেই একই সঙ্গে ঝড় তোলেন, বিপুল ভক্তের সংখ্যাই তাঁদের মূল মন্ত্র। তাই বক্স অফিসে আয়ের প্রভাবও চোখে পড়ে মুহূর্তে।
সম্পর্কের বিষয় দুই রণবীর দুই আলাদা পথে হাঁটলেও বলিউডে তাঁদের প্রতিপত্তি এক কথায় বলতে গেলে কড়া টক্করে সামিল।
সেই মত পারিশ্রমিকও নিয়ে থাকেন রণবীর কাপুর ও রণবীর সিং। দুজনের রেটই সমান। একই সঙ্গে তাঁরা চার্জ করেন ২০ কোটি টাকা।
একটি ছবিতে রণবীরদের সই করাতে গেলে প্রযোজকদের তৈরি থাকতে হয় এই পরিমাণ অর্থ নিয়ে। নচেৎ দুই তারকাই এক কথায় হাত ছাড়া।