- Home
- Entertainment
- Bollywood
- রাজীব কাপুরের শেষকৃত্য সম্পন্ন করলেন রণবীর, কাপুর পরিবারের পাশে এসে দাঁড়ালেন শাহরুখ
রাজীব কাপুরের শেষকৃত্য সম্পন্ন করলেন রণবীর, কাপুর পরিবারের পাশে এসে দাঁড়ালেন শাহরুখ
| Published : Feb 09 2021, 10:20 PM IST
রাজীব কাপুরের শেষকৃত্য সম্পন্ন করলেন রণবীর, কাপুর পরিবারের পাশে এসে দাঁড়ালেন শাহরুখ
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
রাজীব কাপুরের শেষকৃত্য সম্পন্ন করলেন অভিনেতা রণবীর কাপুর। সম্পর্কে রণবীরের কাকা হতেন তিনি।
28
আলিয়া ভাটের সঙ্গে মলদ্বীপে ছিলেন রণবীর। সেখান থেকে রাজীব কাপুরের মৃত্যুর খবর পেতেই তড়িঘড়ি ফ্লাইট ধরে মুম্বই ফিরে আসনে তাঁরা।
38
আলিয়া ভাটও উপস্থিত ছিলেন শেষকৃত্যে। করিনা কাপুর, করিশ্মা কাপুর, নীতু কাপুরকেও দেখা গিয়েছে।
48
চেম্বরের বাড়িতেই উপস্থিত হয়েছিলেন সকলে। শ্যুট ছেড়ে এসেছিলেন শাহরুখ খানও।
58
অসুস্থ অবস্থায় রণধীর কাপুরও এসে উপস্থিত হয়েছিলেন ভাই রাজীব কাপুরের শেষশ্রদ্ধায়।
68
রাজীব কাপুরের দাদা, অভিনেতা রণধীর কাপুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর মৃত্যুর খবর।
78
এদিন সকালেই রাজীব হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি তাকে চেম্বর ইনলাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
88
কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরই রাজীবকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।