- Home
- Entertainment
- Bollywood
- এবার কি তবে বিয়ের সানাই বাজল বলে, আলিয়ার জন্যই নতুন বাংলো-তে চমক রাখছেন রণবীর
এবার কি তবে বিয়ের সানাই বাজল বলে, আলিয়ার জন্যই নতুন বাংলো-তে চমক রাখছেন রণবীর
আলিয়া ভাট ও রণবীর কাপুর, এই জুটির মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ কম বেশি সকলেরই জানা। বিয়ের দিন কবে প্রকাশ্যে আসবে, সেই অপেক্ষাতে দিন গুণছেন ভক্তরা। টানা দুবছরের জল্পনা, বারে বারে প্রকাশ্যে আসা নানা গুঞ্জণে ঝড় ওঠে নেটপাড়ায়। তবে এবার কি সত্যির আসতে চলেছে সুখবর!

২০১৯ সাল থেকেই একের পর এক বিয়ের তারিখ এসেছে সামনে। কখনও এসেছে ভুঁয়ো কার্ডও। তবে বিয়ে নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা।
একের পর এক ঝড় বয়ে গিয়েছে কাপুর পরিবারের ওপর দিয়ে। দেখেছে মৃত্যু, তার ওপর করোনা।
যার জেরে বোঝাই যায় পরিকল্পনা থাকলেও বিয়ে নিয়ে এগোনো সম্ভবপর হয়ে ওঠেনি।
তবে এবার যেন আর কিছুই চাপা থাকছে না। বিয়ের জন্য তোরজোড় তুঙ্গে। এবার বাংলো নতুন করে গড়ার কাজে হাত দিয়েছে এই জুটি।
কয়েকদিন আগেই দেখা যায় রণবীর ও আলিয়াকে বাংলোর কাজের তদারকি করতে আসতে। সঙ্গে ছিলেন নীতু সিং।
বিয়ের পর যে তাঁরা আলাদাই থাকবে তা স্পষ্ট। বিয়ের আগেও তাঁরা লিভইনে থেকেছেন বহুদিন। এবার প্রকাশ্যে আনলেন রণবীর নতুন বাংলোর চমক।
নতুন বাংলোতে রাখা হচ্ছে আলিয়ার জন্য এক আস্ত ঘর। যেখানে থাকবে কেবলই আলিয়ার ছবি।
এই ঘর নিয়েই সম্প্রতি মুখ খোলেন রণবীর। রণবীরের কথায় আলিয়া তাঁর থেকে অনেক বেশি গুণী অভিনেত্রী।
তাঁদের এই তারাহুরো দেখেই এবার খানিকটা আঁচ পাচ্ছে নেটদুনিয়া। শীঘ্রই নতুন সংসার পাততে চলেছেন এই জুটি।
নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।