- Home
- Entertainment
- Bollywood
- রানির গায়ের রঙ নিয়ে ঐশ্বর্যের কুমন্তব্য, পাল্টা জবাব যশ রাজের মালকিনের, দুই নায়িকার ঠান্ডা লড়াই
রানির গায়ের রঙ নিয়ে ঐশ্বর্যের কুমন্তব্য, পাল্টা জবাব যশ রাজের মালকিনের, দুই নায়িকার ঠান্ডা লড়াই
- FB
- TW
- Linkdin
ঠিক কী কারণে তাঁদের বন্ধুত্বের চিড় ধরে, এ বিষয় কোনও মন্তব্য কখনই করেননি রানি এবং ঐশ্বর্য। তবে একাংশ নিন্দুকদের মতে বিবেক ওবেরয় ছিল এর প্রধান কারণ।
২০০২ সালে সাথিয়া ছবির মুক্তি পেতেই ব্লকবাস্টার তকমা পেয়েছিল রানি এবং বিবেকের জুটি। সেই সময় বিবেক এবং ঐশ্বর্যের সম্পর্কের কারণে আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি রানি এবং ঐশ্বর্যকে।
বিবেক এই ঘটনাক টের পেতেই ঐশ্বর্যকে রানির থেকে দূরে থাকতে বলেন। যা রানি এবং ঐশ্বর্যের দূরত্ব বাড়িয়ে দেয়। এছাড়া তাঁদের মধ্যে শত্রুতা আরও বাড়তে থাকে চালতে চালতে ছবির জন্য।
শাহরুখের সঙ্গে ঐশ্বর্যের অভিনয় করার কথা এই ছবিতে। ছবির অর্ধেক শ্যুটিং হয়ে যাওয়ার পর সলমন খান ঐশ্বর্যকে এই ছবির সেট থেকে টেনে হিঁচড়ে বের করে আনেন।
যার জেরে তাঁকে সেই ছবি থেকে বাদ দিয়ে রানিকে নেওয়া হয়। অন্যদিরে রানি ঐশ্বর্যের জায়গা নিলেন ঠিকই তবে নিজের প্রিয় বান্ধবীকে এই বিষয় কোনও খবর দেননি।
ইন্ডাস্ট্রির গুঞ্জন অনুযায়ী, অভিষেক এবং রানি একে অপরকে কিছু সময় ডেট করেছিলেন। জয়া বচ্চনের রানিকে পছন্দ না হওয়ায় তাঁদের বিয়ে আর অবশেষে হয়নি।
ঐশ্বর্যের সঙ্গে বিয়ে হতেই রানি অন্যদিকে ফুঁসতে থাকেন। এরপরই চলতে থাকে কাদা ছোড়াছুড়ি। কখনও ঐশ্বর্য রানির গায়ের রঙ নিয়ে মন্তব্য করেন।
কারও কথায়, ঐশ্বর্য, রানিকে ঈর্ষা করতেন। বিবেকের সঙ্গে রানির জুটি হিট হওয়ার কারণে বিবেককে আর রানির সঙঅগে কাজ করতে দেননি মিসেস বচ্চন।
ঐশ্বর্যের কাছে পরবর্তীকালে খবর যেতেই রানির সঙ্গে কথা বলাই বন্ধ করে দেন। এর মাঝে অভিষেক বচ্চন এসে তিক্ততা আরও কয়েক গুণ বাড়িয়ে দেন।
রানি-ঐশ্বর্যের বন্ধুত্বে চিড় ধরার বিষয়টি ধীরে ধীরে সকলের নজরে আসতে থাকে। নিন্দুকরা নানা তথ্য, বিভিন্ন ব্যাখা নিয়ে হাজির হয়। যেখানে উঠে আসে অভিষেক বচ্চন, বিবেক ওবেরয়, শাহরুখ খানের নাম।