- Home
- Entertainment
- Bollywood
- "তোমার সন্তানের মা হতে চাই", শাহরুখের সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বিস্ফোরক রানি
"তোমার সন্তানের মা হতে চাই", শাহরুখের সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বিস্ফোরক রানি
- FB
- TW
- Linkdin
স্বাভাবিকভাবেই এই মন্তব্যে অবাক হয়েছিলেন খোদ করণ জোহারও। একই কাউচে বসে থাকা বিদ্যা বালন অবাক হয়ে তাকিয়ে রয়েছেন করণের দিকে।
যদিও পুরো বিষয়টি মজার ছলে বলা। করণের ব়্যাপিড ফ্যায়ার রাউন্ডটি অত্যন্ত ইন্টারেস্টিং।
জেতার পর উপহার হিসেবে থাকে একটি দামী ও সুন্দর হ্যাম্পার। যার জন্য তারকারা অনেক রকম মিথ্যেও মজার ছলে বলে থাকেন।
সেই তালিকায় এক সময় পড়তেন রানি মুখোপাধ্যায়ও। হ্যাম্পারের চক্করে শাহরুখের সন্তানের মা হতেও প্রস্তুত রানি।
ব়্যাপিড ফ্যায়ারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি সাংবাদিক হতেন তাহলে এই তারকাদের কী কী প্রশ্ন করতেন।
তারকাদের তালিকায় নাম ছিল করিনা কাপুর, শাহরুখ খান, কাজলের। শাহরুখকে তিনি কী প্রশ্ন করতেন এর উত্তরে রানি অবাক করে দেন সকলকে।
তিনি বলে ওঠেন, "আমরা কবে নিজেদের ফ্যামিলি প্ল্যানিং করব। তোমার সন্তানের মা হতে চাই।"
রানির এই উত্তরে বিদ্যা, যিনি শাহরুখের ডাউ হার্ড ফ্যান তিনি বলেন, "আমি আর একটু হলে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম।"
হতবাক হয়ে যাওয়া করণ তখনও রানির দিকে তাকিয়ে। অথচ রানি হেসে গড়িয়ে যাচ্ছেন কাউচে।
তিনি পরিষ্কার করে বলে দিলেন, তিনি আসলে হ্যাম্পারের জন্যই এমন উত্তর দিচ্ছেন।