মদ্যপ অবস্থায় বেসামাল বেবো, হাত চেপে ধরে গাড়িতে তুলে দিলেন রণবীর
বি-টাউন মানেই নিত্যদিনের পার্টি-গেটটুগেদার। সে পরিচালকের জন্মদিন হোক, কিংবা সিনেমার সাফল্যের পার্টি। একাধিক স্টার এক যোগে সেলিব্রেট করে থাকেন। তবে সেই পার্টি অধিকাংশ সময়ই উঠে আসে খবরের শিরোনামে। এমনই এক পার্টি ছিল পরিচালক রিতেশ সিন্ধওয়ানির।
| Published : Apr 01 2020, 10:53 AM
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
)
বলিউডে একাধিক পার্টিতে হামেসাই দেখা যায় করিনা কাপুরকে। প্রথম থেকেই বলিউডে নিজের এক বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি।
210
তবে দুবছর আগে এক পার্টিতে গিয়ে যে ঘটনা ঘটালেন করিনা, সেই ভিডিও সামনে আসতেই উঠল সমালোচনার ঝড়।
310
পরিচালক রিতেশ সিন্ধওয়ানির জন্মদিনের বিশেষ পার্টিতে হাজির ছিলেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
410
সেখানেই অতিরিক্ত মদ্যপান করে ফেলেন করিনা কাপুর। যার ফলে বাড়ি যাওয়ার পথে বেজায় সমস্যায় পড়তে হয় অভিনেত্রীকে।
510
এমনই সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রণবীর সিং। করিনার হাত চেপে ধরে গাড়িতে তুলে দেন রণবীর।
610
এই সময়ই ফ্রেমবন্দি হন দুই তারকা। করিনার চাল চলনেই স্পষ্ট হয়ে যায় পরিস্থিতি। ভিডিও সামনে আসা মাত্রই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
710
বীরে দি ওয়েডিং ছবির সাফল্যের পর অহরহ পার্টিতে সামিল হতে গেখা গিয়েছিল বেবোকে। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন সোনাম কাপুরও।
810
এখানেই শেষ নয়। করণ জোহারের পার্টিতেও এবার করিনা কাপুর মদ্যপান করে ছিলেন আকণ্ঠ। সেই ভিডিও নিয়েও প্রশ্ন ওঠে একাধিক।
910
সম্পর্ক ছাড়াও একাধিক বিতর্কে জড়িয়ে সকরিনা কাপুরের নাম। তাই খুব একটা মিডিয়ার সামনে খোলামেলা নন বেবো। বর্তমানে নিজের বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
1010
যদিও করিনা কাপুর কোনও রকমের সমালোচনাকেই গুরুত্ব দেন না। তাই এই বিষয়ও কোনও মন্তব্যই করেননি তিনি।