- Home
- Entertainment
- Bollywood
- Baby Bump-কে ঢেকে নয়, ট্যাবু ভেঙে করিনাই কি সেরা Mom To be, কী বলছে বেগমের ছবি
Baby Bump-কে ঢেকে নয়, ট্যাবু ভেঙে করিনাই কি সেরা Mom To be, কী বলছে বেগমের ছবি
করিনা কাপুর খান পটৌডি পরিবারের বউমা, এক ছেলের মা, আরও এক সন্তান রয়েছে তাঁর গর্ভে। তবুও বেবো আজও সকলের সেই প্যামপারড বেবি গার্ল। কারণ তাঁর বয়স হলেও ব্যক্তিত্বে নেই কোনও পরিবর্তন। বরং তিনি সেই ছোট থেকে নিজের ক্যানডিড ব্যক্তিত্ব আজও ধরে রেখেছেন। কেউ তাঁকে বলে মিন অর্থাৎ রূঢ় স্বভাবের। তবুও বেবোর ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা মোটেই কম নয়। তাঁকে এবং তাঁর ফ্যাশনকে মন প্রাণ দিয়ে ভালবাসে ভক্তরা। সেই ফ্যাশন নিয়ে নানা জায়গায় ফ্যাশানেবল মাম্মির তকমা পেয়েছেন আগেই।
| Published : Dec 23 2020, 03:38 PM IST
- FB
- TW
- Linkdin
এবারও তার অন্যথা হল না। ফ্যাশনেবল মাম্মি এবার হয়ে উঠলেন ব়্যাভিশিং। চোখ ফেরানো যাচ্ছে না করিনার থেকে।
করিনা কাপুর খান যে একটা আলাদা অ্যরা রয়েছে। যার ধারে কাছেও আসে না বলিউডের কোনও নায়িকা।
করিনা কোনও ছবিতে অভিনয় করুক বা না করুক তিনি সর্বদা সংবাদ শিরোনামে বিরাজমান।
বর্তমানে নিজের প্রেগনেন্সি ফ্যাশন তুঙ্গে তুলেই হেডলাইনে ঘুরে ফিরে বেড়াচ্ছেন মম টু বি করিনা।
করিনার একের পর এক ছবি ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়। যেখানে বিভিন্ন পোশাকে দেখা যাচ্ছে তাঁকে।
বেবি বাম্প থাকলেই যে অতিরিক্ত বড় সাইজের পোশাক পরতে হবে এই ট্যাবুকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন করিনা।
এবং অনেকেরই গোঁড়া মানসিকতার কারণে বেবিম বাম্প ঢেকে রাখতে হয় তারকাদের।
তবে সেই গোঁড়া মানসিকতাকেই মুছে ফেলতে করিনার বিভিন্ন পদক্ষেপ অনুপ্রেরণা জুগিয়ে চলেছচে মহিলাদের।
বেবি বাম্প থাকবে, গর্ভবস্থায় ওজনও বাড়বে, ত্বক ও শরীরের নানা পরিবর্তনও আসবে, তবে তাই বলে নিজেকে লুকিয়ে রাখার কোনও মানে নেই।
বরং সেই খুঁতগুলিই সুন্দর। সৌন্দর্যের রূপে সেগুলিই তুলে ধরা প্রয়োজন। গর্ভাবস্থায় সেই সবই করছেন করিনা।
করিনাকে কখনও বডিকনে, আবার কখনও প্রিন্টেড পোশাকে, আবার কখনও লং ড্রেসে দেখা গিয়েছে।
এই পোশাকগুলির সঙ্গে ছোট্ট হিল জুতোও যেমন পরছেন তেমন একেবারে ফ্ল্যাট চটি পরেও ঘুরেছেন তিনি।
অভিনেত্রী হলেই যে কেবল স্টিলেটোস পরেই ঘুরতে হবে এছাড়া গর্ভাবস্থায় বাড়ি থেকেই বেরনো যাবে না, এমনটা মোটেই আগে মানেননি করিনা।
এবারও তা মানবেন না। তিনি সর্বদাই নিজের মর্জির মালিক। তাঁৎ প্রত্যেক সাজগোজেই ধরা পড়ে তাঁর ব্যক্তিত্ব।
ক্যাজুয়াল স্টাইল হলেও ক্লাসি ব্যাপারটি থাকবেই করিনার স্টাইলে। যার কারণে তিনি বলিউডের বেবো।
করিনার বাড়ির পোশাকে পাপারাৎজিকে দেখে পোজ দিতে প্রস্তুত থাকেন সবসময়।
বাড়ির ঢলা পাজামা, সাধারণ চটি, মেসি বান, সঙ্গো নো মেকআপ। এই হল করিনার গো টু স্টাইল।
গর্ভাবস্থায় যে অভিনেত্রীকে বিনা মেকআপেও এমন গ্ল্যামারাস দেখাতে পারে তা হয়তো করিনাকে না দেখলে বিশ্বাসই করা যেত না।
অন্তঃসত্ত্বা অবস্থাতেই নিত্যদিন নিজের ফ্যাশন বদলানোর ক্ষমতা রাখেন করিনা। ইতিমধ্যেই তাঁর ফ্যাশন টিপস নোট করা শুরু হয়ে গিয়েছে মম টু বি-দের।
কীভাবে নিজের এই ক্লাসি অ্যাটিটিউড ধরে রাখেন করিনা, ভরা মাসেও টপ নচ ফ্যাশনে ক্রমাগত কীভাবে অনুপ্রেরণা জোগান সকলকে, সেই রহস্য একমাত্র করিনার কাছেই রয়েছে।