- Home
- Entertainment
- Bollywood
- 'ভালোবাসাটাই যথেষ্ট, জয়াকে কেন কষ্ট দেব', তবে কি অমিতাভের স্ত্রীর কথা ভেবেই সংসার করেননি রেখা
'ভালোবাসাটাই যথেষ্ট, জয়াকে কেন কষ্ট দেব', তবে কি অমিতাভের স্ত্রীর কথা ভেবেই সংসার করেননি রেখা
- FB
- TW
- Linkdin
অমিতাভের সঙ্গে রেখার সঠিক সম্পর্কটা কেমন তা প্রশ্ন করতেই সব উত্তর দিয়েছিলেন রেখা।
অমিতাভের সঙ্গে রেখার চঠিক সম্পর্কটা কেমন তা প্রশ্ন করতেই সব উত্তর দিয়েছিলেন রেখা।
জয়া বচ্চন একদিন রেখাকে ডিনারে ডেকে জানিয়েছিলেন তার পরিবার আছে সম্মান আছে, তাই সে এই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চান না।
রেখা যেন তাদের জীবন থেকে সরে দাঁড়ায়। এ বিষয়ে বিন্দুমাত্র কর্ণপাত করেনি রেখা। বরং প্রকাশ করেছিলেন বিস্ফোরক মন্তব্য।
জানিয়েছিলেন তিনি অমিতাভকে ভালোবাসেন, অমিতাভ ও তাকে ভালোবাসে। তাহলে জয়াকে কেন কষ্ট দেওয়া।
এই মন্তব্য করার পরই ঝড় উঠে টিনসেল টাউনে। তবে কি জোর করে নিজেদের সম্পর্ক চেপে রাখার চেষ্টা করছেন এই জুটি।
জয়ার কথা ভেবেই কি আর সংসার করা হয়নি অমিতাভ-রেখার। রেখার মন্তব্যে অন্তত তেমনটাই ছিল স্পষ্ট।
তিনি আরও জানান, অমিতাভের একটা সম্মান আছে সেটা তিনি নষ্ট হতে দিতে চান না। তাদের মধ্যে থাকা ভালোবাসা টাই যথেষ্ট।
রেখার এই মন্তব্য ঘিরে কোন ভাবে মুখ খোলেনি অমিতাভ-জয়া। অমিতাভের এই নীরব থাকাটাই সকলে সম্মতি বলে ধরে নেয়।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের মোহো কাটিয়ে উঠেছেন বিগ বি। বর্তমানে তিনি নিজের সংসার ও পরিবার নিয়ে ব্যস্ত।
দীর্ঘদিন এর মাঝে রেখা নামটা আর ফিরে আসেনি। পরিস্থিতির জন্য এভাবে কি নিজেদের ভালোবাসা গলা টিপে মেরে ছিলেন এই জুটি।
তা আজও টিনসেল টাউনের এক গোপন রহস্য। যা নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি কখনো।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।