- Home
- Entertainment
- Bollywood
- হৃদরোগে আক্রান্ত রেমো ডিসিউজা, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী লিজেল, পাশে পেলেন সলমনকে
হৃদরোগে আক্রান্ত রেমো ডিসিউজা, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী লিজেল, পাশে পেলেন সলমনকে
| Published : Dec 12 2020, 10:05 AM IST
হৃদরোগে আক্রান্ত রেমো ডিসিউজা, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী লিজেল, পাশে পেলেন সলমনকে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
তাই এই মুহূর্তে রেমোকে বাড়ি পাঠানোর কোনও সিদ্ধান্ত নিতে চান না ডাক্তাররা। এতকিছুর মধ্যে সম্পূর্ণ ভেঙে পড়েছেন লিজেল।
28
রেমোর দুই ছেলে, গ্যাব্রিয়েল এবং ধ্রুব। দু'জনের দায়িত্ব এবং রেমোর অসুস্থতার মানসিক চাপ এখন পুরোপুরি লিজেলের উপর।
38
যার কারণেই তিনি হাসপাতালে থাকাকালীন কান্নায় ভেঙে পড়েন। তবে এই কঠিন যাত্রায় তিনি একা নন।
48
পাশে রয়েছে গোটা ডান্স ফ্রাটার্নিটি। লিজেলের বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন সলমন ইউসুফ খান।
58
ডান্স ইন্ডিয়া ডান্সের মঞ্চ থেকে সলমনের গুরু ছিলেন রেমো। সেই থেকে সুদীর্ঘ পথ। পেশাগতভাবে বহুবার কাজ করেছেন রেমো এবং সলমন।
68
রেমোর শারীরিক অবস্থার কথা শুনেই করোনা আবহে হাসপাতালে ছুটে আসেন সলমন।
78
সেখানে লিজেলকে ভেঙে পড়তে দেখে তাঁকে সাহস জুগিয়েছেন সলমন ইউসুফ খান।
88
অন্যদিকে রাঘব, নরা ফাতেহি, শক্তি মোহন, পুনীত, ধর্মেশ সকলেই রেমোর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।