- Home
- Entertainment
- Bollywood
- 'সুশান্ত আমার স্বপ্নে এসে বলল জনসমক্ষে এসে নিজের বক্তব্য রাখতে', নয়া দাবি রিয়ার
'সুশান্ত আমার স্বপ্নে এসে বলল জনসমক্ষে এসে নিজের বক্তব্য রাখতে', নয়া দাবি রিয়ার
- FB
- TW
- Linkdin
এই প্রশ্ন রিয়াকে করতেই বিস্ফোরক হয়ে উঠলেন তিনি। রিয়ার কথায় তাঁকে জনসমক্ষে আসতে বলেছেন খোদ সুশান্ত।
সুশান্ত তাঁর স্বপ্নে এসে তাঁকে জানান, "তুমি কে সেটা তুমি সকলের সামনে এবার রাখো। নিজের আসল রূপটা মেলে ধরো।"
সুশান্ত তাঁকে নাকি আরও বলেন, "তোমায় নিজের জন্য জনসমক্ষে আসতেই হবে। নিজের কথা রাখতেই হবে।"
প্রয়াত অভিনেতাকে স্বপ্নে দেখার বিষয়টি ধোপে টিকল না। রিয়াকে ফের মিথ্যেবাদী বলে অভিযোগ আনল সুশান্ত ভক্তরা।
রিয়ার নিজের প্রতিটি সাক্ষাৎকারে বিস্ফোরক হয়ে উঠেছেন। ব্যক্ত করেছেন বিভিন্ন আবেগের বিষয়।
তাঁর কথায়, "আমার মানসিক অবস্থা আর আগের মত নেই। নিত্যদিন ভেঙে পড়ছি আমি। আমার পরিবার কীসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি বলে বোঝাতে পারব না।"
দিন কতক আগে শেয়ার করা এক ভিডিওতে ক্ষোভ উগরে দেন। যেখানে সাংবাদিকদের তাঁর বাবাকে প্রশ্ন করতে দেখা যায়।
সেই ভিডিওতে তাঁর বাবা হেনস্তা হয়েছে বলে অভিযোগ করেছেন রিয়া। তিনি এও বলেন, তিনি কখনই সুশান্তের টাকায় জীবনযাপন করেননি।
বরং তিনিই নাকি সুশান্তকে অতিরিক্ত খরচ করতে বারণ করতেন। ইউরোপে ঘুরতে যাওয়ার সময়ও তিনি সুশান্তকে অতিরিক্ত খরচ করতে বারণ করেছিলেন।
সুশান্তের সঙ্গে যে সংস্থায় তিনি পার্টনার হিসাবে রয়েছেন সেই সংস্থার অর্ধেকের বেশি টাকা নাকি রিয়াই দিয়েছেন। তাঁর ভাই সৌভিককে নাকি সুশান্ত এক শতাংশের শেয়ার হোল্ডার বানিয়ে রেখেছিলেন।