সঞ্জু-র ট্রেলার দেখে অবাক হয়েছিলেন ঋষি, কী বলেছিলেন রণবীরকে
- FB
- TW
- Linkdin
সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে তৈরি ছবি সঞ্জু-তে মুখ্য ভুমিকাতে অভিনয় করে তাক লাগিয়ে ছিলেন রণবীর কাপুর।
তাঁর লুক সামনে আসতেই সকলেই হতবাক হয়েছিলেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি খোদ ঋষি কাপুরও। সবার আগে ট্রেলার দেখেছিলেন তিনি নিজে।
ট্রেলার দেখা মাত্রই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন ঋষি কাপুর। কিছুটা সময় নিজেকে সামলে নিয়ে প্রথমেই বললেন, এটা রণবীর! আমি তো ভাবলাম সঞ্জয় আসছে।
এরপরই আর আবেগ সামলে রাখতে পারলেন না ঋষি কাপুর। প্রকাশ্যেই রণবীর কাপুরের প্রশংসাতে পঞ্চমুখ হলেন তিনি। পাশে থাকা নীতুকে বললেন দেখ রণবীর অনেক বড় হবে।
দারুণ দারুণ দারুণ হয়েছে ছবির ট্রেলার। রণবীরের উদ্দেশ্যে তিনি বলেন, রণবীর, তুমি অনেক বড় অভিনেতা।
কয়েকমুহূর্তের জন্য তিনি ভেবেছিলেন যে এটা রণবীর নয়, এটা খোদ সঞ্জয় দত্ত। নিজের চোখে মুখে হাবে ভাবে বুঝিয়ে দিয়েছিলেন তিনি, রণবীরকে নিয়ে কতটা গর্বিত।
তবে কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে ঋষি কাপুর বলেন, যে নিজের ছেলের এত প্রশংসা করা মোটেই ভালো কথা নয়।
না, না রণবীর, তোমায় আরও ভালো করতে হবে, আরও পরিশ্রম করতে হবে, অনেক বড় অভিনেতা হবে হবে। এভাবেই এগিয়ে যাও- জানিয়ে ছিলেন ঋষি কাপুর।