সম্পর্ক টেকাতেই কি নিজের বয়স গোপন রেখেছিলেন রহমান, ফাঁস করলেন সুস্মিতা
- FB
- TW
- Linkdin
চলচ্চিত্র জীবনের মতোই ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেনের।
দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন সুস্মিতা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় রয়েছেন তিনি।
দীর্ঘ ২ বছর ধরে নিজের চেয়ে বয়সে ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুস্মিতা।
সদ্যই মুক্তি পেয়েছে সুস্মিতা সেনের আপকামিং ওয়েব সিরিজ আর্য-র ট্রেলার। ট্রেলারেই দর্শকমন জিতে নিয়েছেন অভিনেত্রী। আগামী ১৯ জুন ডিজনি হটস্টারে মুক্তি পাবে তার আসন্ন ছবি।
এর মধ্যেই বয়ফ্রেন্ড রহমানকে নিয়ে এক গোপন সত্য ফাঁস করেছেন সুস্মিতা। অভিনেত্রী জানিয়েছেন, সম্পর্কের শুরুতে যখন তারা একে অপরের সঙ্গে ডেটিং করছিলেন তখন বয়ফ্রেন্ড রহমান নিজের বয়স লুকিয়েছিলেন।
রহমানকে নিজের বয়স জিজ্ঞাসা করা হলে সবসময় অনুমান করে নেওয়ার কথা বলে এড়িয়ে যেতেন । কিন্তু পরে যখন সুস্মিতা রহমানের বয়স জানতে পারেন তখন তিনি বয়স লুকানোর আসল কারণ অনুধাবন করেছিলেন।
সুস্মিতা ৪৪ এবং রহমান ২৯। অনলাইনেই তাদের প্রথম সাক্ষাত হয়েছিল। নিজের চেয়ে ১৫ বছরের ছোট রহমান কোন কারণে নিজের বয়স লুকিয়েছিলেন তা পরে বুঝেছেন সুস্মিতা। তবে সম্পর্কের ব্যবধান যাই হোক তারা দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে খুশি।
হোম কোয়ারেন্টাইনে প্রতিটি মুহূর্তকেই যেন নতুন করে বাঁচিয়ে রেখেছেন এই যুগল। রহমানের সঙ্গে ওয়ার্ক আউট করতে তিনি কতটা স্বাচ্ছন্দ বোধ করেন তা ছবিতেই স্পষ্ট।
যখনই সময় পান নিজেদের একান্ত সময় কাটিয়ে নেন দুজনেই। নিজের ফিটনেস নিয়েও যেমন সচেতন অভিনেত্রী তেমনি সিঙ্গেল পেরেন্ট হিসেবে মাতৃত্বের পুরো স্বাদটাই তিনি বেশ আনন্দের সঙ্গেই উপভোগ করছেন। বিয়ে নিয়ে এখনও কিছু ভাবেননি ৪৪ -এর অভিনেত্রী। আপাতত প্রেমের আস্বাদটাই চুটিয়ে উপভোগ করছেন সুস্মিতা।
রহমানও সুস্মিতার দুই মেয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্যে সময় কাটান। সুস্মিতার মেয়েরাও মায়ের বয়ফ্রেন্ডকে মেনে নিয়েছে। এর আগেও অনেকের সঙ্গেই সুস্মিতার নাম জড়িয়েছিল। কিন্তু দীর্ঘ ২ বছর ধরে তিনি রহমানের সঙ্গেই রয়েছেন।