- Home
- Entertainment
- Bollywood
- Roundup 2021 : সব্যসাচীর 'Lingerie'শ্যুট থেকে ডাবরের বিতর্কিত বিজ্ঞাপন, যা বয়কটের ডাক উঠেছিল
Roundup 2021 : সব্যসাচীর 'Lingerie'শ্যুট থেকে ডাবরের বিতর্কিত বিজ্ঞাপন, যা বয়কটের ডাক উঠেছিল
- FB
- TW
- Linkdin
মান্যবরের ব্রাইডাল কালেকশনে বলিউডের প্রথমসারির অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গিয়েছিল। ব্রাইডাল কালেকশনের বিজ্ঞাপনে যখনই কন্যাদান নিয়ে প্রশ্ন তুলতেই চরম বিতর্কে মুখে পড়েছিলেন আলিয়া ভাট। তিনি নিজেই জানতেন না। এই বিজ্ঞাপনটির জন্য তাকে এভাবে ট্রোলড হতে হবে। এবং এই বিজ্ঞাপনেক জেরে নাভী মুম্বইতে মান্যবরের শোরুমের বাইরেও বিক্ষোভ করেছিল এবং এই ব্যান্ডটিকে বয়কট করারও ডাক দিয়েছিল।
মান্যবরের ব্রাইডাল কালেকশনে বলিউডের প্রথমসারির অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গিয়েছিল। ব্রাইডাল কালেকশনের বিজ্ঞাপনে যখনই কন্যাদান নিয়ে প্রশ্ন তুলতেই চরম বিতর্কে মুখে পড়েছিলেন আলিয়া ভাট। তিনি নিজেই জানতেন না। এই বিজ্ঞাপনটির জন্য তাকে এভাবে ট্রোলড হতে হবে। এবং এই বিজ্ঞাপনেক জেরে নাভী মুম্বইতে মান্যবরের শোরুমের বাইরেও বিক্ষোভ করেছিল এবং এই ব্যান্ডটিকে বয়কট করারও ডাক দিয়েছিল।
টায়ার প্রস্তুতকারক সংস্থা জায়ান্ট সিট বিজ্ঞাপনের অন্যতন জনপ্রিয় মুখ ছিলেন বলি অভিনেতা আমির খান। এবং এই বিজ্ঞাপনে আমির খান সমস্ত লোকেদের পটকা না ফাটানো পরামর্শ দিয়েছিলেন, যা কিনা মানুষদের বিরক্ত করে। কিন্তু পরবর্তীকালে এই বিজ্ঞাপনটি রাজনৈতিক মোড় নেয় যার ফলে সমস্যার মুখোমুখি হয়েছিলেন টায়ার প্রস্তুতকারক সংস্থা।
'ফ্যাব ইন্ডিয়া' দীপাবলি উপলক্ষ্যে একটি বিজ্ঞাপন দিয়েছিল। গত ৯ অক্টেবর তাদের ফেস্টিভ কালেকশন নিয়ে টুইট করেছিল ফ্যাব ইন্ডিয়া। দীপাবলি ফেস্টিভ কালেকশনে'জশন-ই-রিওয়াজ' ব্যবহার করেছিল ফ্যাব ইন্ডিয়া। এবং এই বিজ্ঞাপনের জেরে হিন্দুদের উৎসবের ক্ষতি করার মতো অভিযোগ উঠেছিল। বিতর্ক চরমে পৌঁছতেই বিজ্ঞাপন বন্ধ করে টুইট ডিলিট করতেও বাধ্য হয়েছিল ফ্যাব ইন্ডিয়া।
করবা চৌথের বিজ্ঞাপনে একই সমস্যায় পড়েছিল ডাবর। করবা চৌথের বিজ্ঞাপনে সমকামী বিবাহের কথা মাথায় রেখেই বাণিজ্যিক বিজ্ঞাপনটি করেছিল ডাবর। যা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছিল। ডাবরের করবা চৌথের বিজ্ঞাপনে দুই মহিলাকে করবা চৌথ উদযাপন করতে দেখা গিয়েছিল, যা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল। বর্ণ নিয়ে সমস্যার মুখে পড়েছিল বিজ্ঞাপনটি।
যা দেখে ক্ষুব্ধ হয়েছিলেন দর্শকরা।
জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো হার কাস্টমার হ্যায় স্টার ক্যাম্পেইনের মাধ্যেম বিশেষ গ্রাহক পরিষেবা ও দ্রুত ডেলিভারি নিয়ে প্রচার করেছিল। হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ এই বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন। কিন্তু তার পরেও জনসাধারণকে প্রভাবিত করতে পারেনি এই বিজ্ঞাপন। এবং এই বিজ্ঞাপনের জেরে বিপাকে পড়তে হয়েছিল জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোকে।
বিউটি ই-কর্মাস সংস্থা নাইকা নবরাত্রির বিজ্ঞাপন নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছিল। নবরাত্রির বিজ্ঞাপনের সময় কন্ডোম এবং লুব্রিক্যান্ট ব্যবহার করেছিল যা মানুষ ভালভাবে নেয়নি। নবরাত্রির এই অ্যাড দেখেই ক্ষুব্ধ হয়েছিলেন দর্শকদের একাংশ। অনেকেই বলেছেন এটি হিন্দু উৎসব এবং তার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছিল।