- Home
- Entertainment
- Bollywood
- টলিউড কাঁপিয়ে এবার বলিউডে রুক্মিনী, ট্যাবু ভেঙে কোন স্টারের বিপরীতে বলিদুনিয়ায় ঝড় বং ডিভার
টলিউড কাঁপিয়ে এবার বলিউডে রুক্মিনী, ট্যাবু ভেঙে কোন স্টারের বিপরীতে বলিদুনিয়ায় ঝড় বং ডিভার
- FB
- TW
- Linkdin
তবে কেবলই দেবের বিপরীতে অভিনয় করবেন সেই ট্যাবু আগেই ভেঙে দিয়েছেন। তিনি। কোনও নির্দিষ্ট প্রযোজক সংস্থার সঙ্গেও যে শুধু কাজ করে যাবেন তেমনটাও নয়।
রুক্মিনী নিজের অভিনয় গুণে এবার ডাক পেলেন বলিপাড়া থেকে। সম্প্রতি সেই খবরে ঝড় উঠল নেট মহলে।
২০২০-তেই এসেছিল নতুন ছবি করার প্রস্তাব। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমটাতে ততটা গুরুত্ব না দিলেও পরবর্তীতে রীতিমত অডিশন দিয়ে জিতে নিয়েছেন এই পাঠ।
বিপরীতে অভিনয় করছেন দর্শকমহলের হার্টথ্রোব বিদ্যুৎ জামাল। এদিন বিদ্যুৎ জামালের সোশ্যাল পোস্টেই খবর হয়ে ওঠে ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টের দিয়ে ট্যাগ করেন রুক্মিনীকে। মুহূর্তে তা নজের আসে ভক্তমহলের। ছবির নাম সনক।
বলিউডে এই রুক্মিনীর প্রথম কাজ। অভিনেত্রীর কথায় এই নিয়ে খুব একটা বড় কিছু না ভাবলেও কাজের জন্য এটা নিঃসন্দেহে বড় প্রস্তাব।
নিজের অভিনয়টা তিনি মন দিয়ে করে থাকেন, এবারও তার ব্যতিক্রম হবে না। প্রযোজক সংস্থা বেশ কয়েকবার রুক্মিনীকে ফলো করে।
কোনও আঞ্চলিক ভাষার অভিনেত্রীর দিকে ছিল লক্ষ্য, সেই মর্মেই রুক্মিনীকে বেছে নেওয়া এই অ্যাকশন থ্রিলারের জন্য।
রুক্মিনী মৈত্র, টলিউডে একের পর এক ছবিতে ছক্কা মেরে সকলের নজর কেড়ে চলেছিলেন তিনি। অভিনয়গুণে সব সময় প্রশংসিত হয়েছে।
ভোটের সব খবর জানতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার 'www.bangla.asianetnews.com' -এ।