- Home
- Entertainment
- Bollywood
- সঙ্গমের সময় করিনার জন্য গোপনে এই কাজ করতেন সইফ, কীভাবে লিভ-ইন রাজি করিয়েছিলেন বেবোকে
সঙ্গমের সময় করিনার জন্য গোপনে এই কাজ করতেন সইফ, কীভাবে লিভ-ইন রাজি করিয়েছিলেন বেবোকে
- FB
- TW
- Linkdin
করিনা কাপুর এবং সইফ আলি খান বলিউডের নবাব কাপল। সংসার টিকিয়ে রাখার কত কিছুই না করতে হয়। ঠিক তেমনটাই করতেন সইফ আলি খান।
করিনা কাপুরের সঙ্গে ডেটে যাওয়ার আগে বলি অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে পরামর্শ করেছিলেন সইফ।
রানি তাকে যা যা বলেছিলেন সেই ট্রিকস কাজে লাগিয়েই আজও করিনার সঙ্গে সংসার করে যাচ্ছেন সইফ। এবং নিজেই তা স্বীকার করেছেন অভিনেতা।
সইফ জানিয়েছেন, করিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তিনি চিন্তিত ছিলেন। কারণ করিনা তখন বলিউডে দাপিয়ে অভিনয় করছে।
বলিউডের প্রথমসারির অভিনেত্রীকে ডেট করার কথা আগে কখনও ভাবেননি সইফ। বিশেষ করে সম্পর্কের কথা ভেবে আরও এগোতে ভয় পেয়েছিলেন সইফ।
সইফ আলি খানকে সে সময় সিদ্ধান্ত নিতে সাহায্য করে রানি। রানি সইফকে বলেছিল তোমার সঙ্গে একজন পুরুষের সম্পর্ক রয়েছে তেমনটাই সবসময় ভাববে। আসলে করিনাকে আমার সমতুল্য ভাবতে বলেছিল রানি।
করিনার চ্যাট শো হোয়াট উইমেন ওয়ান্ট-এ সইফ নিজের জীবনের পুরোনো স্মৃতি শেয়ার করে নিয়েছিলেন। করিনার প্রতিক্রিয়াও দারুণ ছিল।
রানির পরামর্শ আজও যে কতটা কাজে লেগেছে সইফ-করিনার সম্পর্কে তা নিজেই জানান সইফ।
বাড়িতে দুজন হিরো আছে ভাববে, তাহলে আর কোনও সমস্যা হবে না। আজও এই পরামর্শ মেনেই এগিয়ে চলেছেন সইফ আলি খান।