ফাঁস হল নবাব বধূর 'বেডরুম সিক্রেট', লজ্জায় রাঙা বেবো
- FB
- TW
- Linkdin
বলিউড তারকারা প্রত্যেকেই এখন গৃহবন্দি। যদিও গৃহবন্দি দশায় সময় কাটাতে সকলেই যেন ডুব দিয়েছেন পুরোনো নস্ট্যালজিয়াতে।
সেই তালিকায় রয়েছেন পতৌদির নবাব সইফ আলি খান এবং নবাব বধূ করিনা কাপুর খান।
হোম কোয়ারেন্টাইনে কখনও গাছ লাগিয়ে, কখনও বাগান পরিচর্যা করে, কখনও আবার দেওয়াল অঙ্কন করে, কখনও আবার তৈমুরের চুলের স্টাইল করাতেই ব্যস্ত রয়েছেন দুজনে।
সম্প্রতি কিছুদিন আগেই করিনার রেডিও শো 'হোয়াট ওম্যান ওয়ান্ট'-এ উপস্থিত হয়েছিলেন সইফ আলি খান।
সেখানে উপস্থিত হয়ে করিনা সইফকে কাজ, ব্যক্তিগত জীবন, প্যারেন্টিং নিয়ে অনেক প্রশ্ন করেছিল। করিনার প্রশ্নের উত্তরে সইফ যা জবাব দিয়েছিল তাতে লজ্জায় পড়ে গিয়েছিলেন করিনা।
নবাব বধূর বেডরুম সিক্রেট ফাঁস করে দিয়েছিলেন সইফ আলি খান।
সইফ আরও বলেছিলেন, বিবাহিত জীবনে এমন কিছু করতে হবে যা আত্মা ও মনকে শান্তি দেয়। একটাানা কাজ করা সম্পর্কের মধ্যে বিরক্তি নিয়ে আসে।
বছরে দুবার তারা ঘুরতে যান। সমুদ্র সৈকত হোক কিংবা সুইজারল্যান্ড, নিজেদের কোয়ালিটি টাইম কাটানোর জন্য সর্বদা তার পছন্দের ডেস্টিনেশনে পাড়ি জমান।
শেষবারের মতোন করিনাকে 'আংরেজি মিডিয়াম'-এ দেখা গিয়েছিল। এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমা রয়েছে তার ঝুলিতে। 'লাল সিং চাড্ডা', 'তখত'-এ দেখা যাবে বলিউডের বেবোকে।