- Home
- Entertainment
- Bollywood
- ভাগ্যশ্রীর এই সিদ্ধান্তের পরই কেরিয়ার শেষ হতে বসে সলমনের, শেষ মুহূর্তে এসে বাঁচায় বাবার মাস্টারপ্ল্যান
ভাগ্যশ্রীর এই সিদ্ধান্তের পরই কেরিয়ার শেষ হতে বসে সলমনের, শেষ মুহূর্তে এসে বাঁচায় বাবার মাস্টারপ্ল্যান
প্রথম ছবি ছিল সুপারহিট, ম্যানে পেয়ার কিয়া, সেই ছবিতে নিজের সেরা অভিনয় দেওয়ার পরই মুখ থুবরে পড়তে হয় সলমন খানকে। একের পর এক মাস কাটতে থাকে, আসে না একটিও ছবির প্রস্তাব, কেন খোলসা করেছিলেন খোদ সলমন খান।
- FB
- TW
- Linkdin
প্রথম ছবি ছিল সলমন খানের ব্লক বাস্টার, ম্যানে পেয়ার কিয়া, প্রেম জড়ে কাবু তখন সকলেই। এই ছবি বক্স অফিসে ১৯৮০ সালে সব থেকে বেশি আয় দেয়।
ডেবিউ যার এতো ভালো তার যে বাকি পথ চলাটাও মসৃণ হবে সেটাই কাম্য। কিন্তু সলমনের তা ঘটেনি।
সলমন খান স্পষ্টই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে তাঁর কঠিন দিনগুলোর কথা। সলমনের কথায়, তিনি একটিও ছবি পাচ্ছিলেন না।
কারণ ছিলেন প্রথম ছবির নায়িকা ভাগ্যশ্রী। একটি ছবি করার পরই তিনি বিয়ে করবেন স্থির করেন।
এখানেই শেষ নয়, তিনি বলিউড ছেড়ে দেওয়ার কথাও ভাবেন। এতেই সমস্যার সৃষ্টি হয়। সলমনের কথায়, ছবির সব ক্রেডিটই নিয়ে যায় ভাগ্যশ্রী।
এরপর টানা কয়েকমাস কোনও ছবি পান না সলমন। একটা সময় তিনি ভাবতে শুরু করেন, বলিউডে তিনি কিছুই করতে পারবেন না।
এমন সময় মাস্টার প্ল্যান কাজ করে যায় সলমন খানের বাবা সেলিমের। ছেলের অবস্থা দেখে প্ল্যান ছকেন তিনি।
চিত্রনির্মাতা ও প্রযোজক জিপি সিপ্পিকে গিয়ে বলেন, আপনি ঘোষণা করে দিন, যে সলমনকে আপনি একটি ছবিতে নিয়েছেন।
তিনি সেলিমের কথা ফেলতে পারেন না। ফলে তিনি তা প্রকাশ্যে জানিয়ে দেন। যা খবরের শিরোনামে জায়গা করে নেয়।
এরপর আবারও সামনে উঠে আসে সলমন খানের নামে। একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে তাঁর কাছে। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
আর তা দেখা মাত্রই আবারও পড়তে হয় অঙ্কিতাকে রোষের মুখে, আবারও ওঠে একই প্রশ্ন মনের সব ব্যাথা কমে গেল, কয়েক মাসেই!