- Home
- Entertainment
- Bollywood
- শাহরুখের সঙ্গে রাত কাটাতে নাজেহাল সলমন, কেন কিং খানকে মধ্যরাতে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলেন ভাইজান
শাহরুখের সঙ্গে রাত কাটাতে নাজেহাল সলমন, কেন কিং খানকে মধ্যরাতে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলেন ভাইজান
তিন খানরে মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ বেজায় বোঝা জটিল। কখনও তাঁরা ভাই ভাই, কখনও আবার তাঁরা একে অন্যের শত্রু, কটাক্ষের শিকার বা প্রতিযোগী হয়ে ওঠে। তবে তিন খানকে এক সঙ্গে দেখতে কে না চায়। এমনই এক আড্ডায় পাওয়া গিয়েছিল দুই খানকে। শাহরুখ-সলমন, সেখান থেকেই উঠে এলো মজার কথোপকথন।
| Published : May 21 2021, 09:59 AM IST
- FB
- TW
- Linkdin
)
একসঙ্গে মোট ছয়টি সিনেমাতে তাঁরা দুজনে অভিনয় করেছেন। একের পর এক ছবির নাম বলেগেলেন নিজেরাই।
)
যার মধ্যে অন্যতম হল করণ-অর্জুন। এই ছবিতে একসঙ্গে তাঁরা অনেকটা সময় কাটিয়েছিলেন।
)
কথায় কথায় সেই সময়কার এক স্মৃতি উঠে এলো তাঁদের আড্ডায়। শাহরুখ খান নিজের বিষয় প্রশ্ন করেছিলেন ভাইজানকে।
)
তিনি কি নাক ডাকেন, তার উত্তরে সলমন খান আস্ত একটি গল্প বলে বসেন। যা ঘটেছিল করণ অর্জুন ছবির সেটে।
)
একদিন সেটে বেশ কিছু গেস্ট আসে। তাই রাতের বেলাই শাহরুখ খানকে নিজের ঘর ছাড়তে হয়।
)
প্রযোজক সংস্থা জানিয়েছিল তাঁকে সলমন খানের সঙ্গে ঘুমতে। যথারীতি তিনি সলমন খানের ঘরে এসে হাজির।
)
সলমন খান নিজের পাশে তাঁকে শুতে দেয়। কিন্তু সারা রাত তিনি নিজে শুতে পারেননি। কারণ ভিষণ জোরে নাক ডাকতে শুরু করে দেন শাহরুখ খান।
)
রাত যতই বাড়তে থাকে ততই যেন তাঁর নাক ডাকার জোর বাড়তে থাকে। সলমন বলেন, সেদিন তাঁর খুব ইচ্ছে করছিল শাহরুখকে বার করে দিতে।
)
শাহরুখ শুনে বলেন, নিশ্চই বার করে দেওয়া উচিত ছিল। কারণ তিনি নিজেও জানতেন তিনি নাক ডাকেন।
)
শাহরুখ শুনে বলেন, নিশ্চই বার করে দেওয়া উচিত ছিল। কারণ তিনি নিজেও জানতেন তিনি নাক ডাকেন।