- Home
- Entertainment
- Bollywood
- 'সারার পুজো দেওয়া আচার বিরুদ্ধ', কাশী বিশ্বনাথের মন্দিরে প্রবেশে বিতর্কের ঝড়
'সারার পুজো দেওয়া আচার বিরুদ্ধ', কাশী বিশ্বনাথের মন্দিরে প্রবেশে বিতর্কের ঝড়
| Published : Mar 18 2020, 12:55 PM IST
'সারার পুজো দেওয়া আচার বিরুদ্ধ', কাশী বিশ্বনাথের মন্দিরে প্রবেশে বিতর্কের ঝড়
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
প্রথম থেকেই সারা আলি খান হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এসেছেন। বিভিন্ন সময় মায়ের সঙ্গে গিয়ে পুজো দিয়ে থাকেন।
29
এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি অমৃতার সঙ্গে সারা পৌঁচ্ছে গিয়েছিলেন কাশী বিশ্বনাথের মন্দিরে।
39
মায়ের সঙ্গে বিশ্বনাথের মাথায় জল ঢেলে দিনভর পুজো করেন সারা। পাশাপাশি থাকেন গঙ্গা আরতিতেও।
49
এখান থেকেই শুরু হয় জল্পনা। একজন অ-হিন্দু হয়ে কীভাবে তিনি প্রবেশ করলেন মন্দিরে, প্রশ্ন তোলে কাশী বিকাশ সমিতি।
59
সারা আলি খানের প্রবেশে লঙ্ঘন হয়েছে মন্দিরের নিয়ম। এখানে অ-হিন্দু কেউ প্রবেশ করতে পারে না।
69
এই বিষয় মুখ খুলেছেন মন্দিরের পূজারি অমরনাথ বাজপেয়ী। তিনি জানিয়েছেন যে, পুজো দেওয়ার সময় তাঁর মা অমৃতা তাঁর সঙ্গে ছিলেন।
79
এ ছাড়াও সারা মুসলমান হয়েও হিন্দু ধর্মের প্রতি সর্বদা শ্রদ্ধা দেখিয়ে এসেছেন। ফলে এতে তাঁর কোনও আপত্তি ছিল না ।
89
যদিও সারার মন্দিরের প্রবেশ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। নিয়ম ভেঙে এই অধিকার কেন দেওয়া হয়েছে তাঁকে সমিতি থেকে সেই প্রশ্নও করা হয়।
99
যদিও পুরো বিষয় এখনও পর্যন্ত মুখ খোলেননি সারা আলি খান।